আজ হঠাত্ই হজরতগঞ্জ থানায় হাজির যোগী আদিত্যনাথ!
চেয়ারে বসার পর থেকে আর যেন স্বস্তি নেই কারও। কখনও এই কাজ, কখনও ওই কাজ। রাজ্যকে সবদিক থেকে এগিয়ে রাখার শপথ নিয়েই যেন মাঠে নেমেছেন তিনি।
![আজ হঠাত্ই হজরতগঞ্জ থানায় হাজির যোগী আদিত্যনাথ! আজ হঠাত্ই হজরতগঞ্জ থানায় হাজির যোগী আদিত্যনাথ!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/23/81467-lkgkgfkfgkjfkgfkgf.jpg)
ওয়েব ডেস্ক : চেয়ারে বসার পর থেকে আর যেন স্বস্তি নেই কারও। কখনও এই কাজ, কখনও ওই কাজ। রাজ্যকে সবদিক থেকে এগিয়ে রাখার শপথ নিয়েই যেন মাঠে নেমেছেন তিনি।
যোগী আদিত্যনাথ! উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী। আজ সকালে সকলকে একপ্রকার চমকে দিয়ে লখনৌয়ের হজরতগঞ্জ থানায় হাজির হন আদিত্যনাথ। সেখানে কর্মরত পুলিস আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেখানকার কাজকর্ম নিয়েও খোঁজ নেন।
আরও পড়ুন- যোগী আদিত্যনাথকে আইসিসের হুমকি চিঠি
প্রসঙ্গত, হজরতগঞ্জ লখনৌয়ের সব থেকে বড় থানা। শহরের বিস্তির্ণ এলাকা রয়েছে এই থানার অধিনে। আজ তিনি হজরতগঞ্জ থানা পরিদর্শনের পাশাপাশি উত্তরপ্রদেশ পশ্চিমের পুলিস সুপারের সঙ্গেও দেখা করেন আদিত্যনাথ।
পরে তিনি বলেন, ''এই ধরনের কাজ চলতে থাকবে। রাজ্যকে অপরাধমুক্ত অঞ্চল করে তবেই নিশ্বাঃস নেব আমি।''