New Delhi Station: মহাকুম্ভে যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে চরম হুড়োহুড়ি, পদপিষ্ট হওয়ার পরিস্থিতি, আহত বহু

New Delhi Station: ১৪ ও ১৫ নম্বর প্লাটফর্মে বহু মানুষ জড়ো হয়েছিল মহাকুম্ভে যাওয়ার স্পেশাল ট্রেন ধরার জন্য। আচমকই রয়ে যায় ওই ট্রেন বাতিল করা হয়েছে।

Updated By: Feb 16, 2025, 12:00 AM IST
New Delhi Station: মহাকুম্ভে যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে চরম হুড়োহুড়ি, পদপিষ্ট হওয়ার পরিস্থিতি, আহত বহু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: মহাকুম্ভে যাওয়ার পথে বিপত্তি। নয়াদিল্লি স্টেশনে পুণ্যার্থীদের চরম হুড়োহুড়ি। পদপিষ্ট হওয়ার পর পরিস্থিতিতে পড়ে গিয়ে আহত বহু। ট্রেন বাতিলের খবরেই হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই আহত হন বহু মানুষ। এখনওপর্যন্ত সংখ্যাটা ১৫ বলে জানা যাচ্ছে। বিভিন্ন ভিডিয়োতে দেখা গিয়েছে প্লাটফর্মে ছড়িয়ে ছিড়িয়ে পড়ে রয়েছে অনেকে। এদের মধ্যে অনেকেই মহিলা।

আরও পড়ুন-ঢাকার জাতীয় স্টেডিয়ামের নাম থেকে সরল 'বঙ্গবন্ধু', নতুন নামকরণ করল ইউনূস সরকার

শনিবার রাত ৯টা ৫৫ মিনিট নাগাদ ওই ঘটনা ঘটে। ওইসময় ১৪ ও ১৫ নম্বর প্লাটফর্মে বহু মানুষ জড়ো হয়েছিল মহাকুম্ভে যাওয়ার স্পেশাল ট্রেন ধরার জন্য। কিন্তু আচমকই রটে যায় ওই ট্রেন বাতিল করা হয়েছে। তারপরেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অনেকেই পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনার খবর পেয়েই ছুটে আসে দমকল ও উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। উত্তর রেলের সিপিআরও জানিয়েছেন, বিপুল সংখ্য়ক মানুষকে সরাতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন দিল্লির পুলিস কমিশনার সঞ্জয় অরোরা।

রেলের ডিসিপি জানিয়েছেন, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার মত ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। প্রয়াগরাজ এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল ১৪ নম্বর প্লাটফর্মে। সেখানে জমা হয়েছিলেন বহু মানুষ। স্বতন্ত্রতা সেনানি এক্সপ্রেস ও ভুবনেশ্বর রাজধানীও ছাড়তে বিলম্ব ছিল। ফলে প্লাটফর্মে ওইসব ট্রেনের যাত্রীরাও ছিলেন। তার মধ্য়েই এই পরিস্থিতি।

আহত এক ব্যক্তি বলেন, হঠাত্ হুড়োহুড়ি শুরু হয়ে গেল। উপর থেকে মানুষজন ছুটে এল। অনেকেই তাদের পায়ের নীচে চাপা পড়ে যান। অনেকেই মারা গিয়েছে বলে মনে হচ্ছে। রেলের অনাউন্সমেন্টের জন্যই এসব হয়েছে। প্লাটফর্মের যে ধারন ক্ষমতার তার প্রায় ৫ গুণ মানুষ পৌঁছে গিয়েছিলেন। তবে অধিকাংশ মানুষই রেলের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন।

কতটা হুড়োহুড়ি হয়েছে তা ফুট ওভারব্রিজগুলি দেখলেই বোঝা যায়। সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় জুতো, পোশাক-সহ অন্যান্য সামগ্রী। প্লাটফর্মে অনেককেই দেখা যায় তাদের আহত আত্মীদের সামাল দিতে। উদ্ধারকারী দল এসে দ্রুত তাদের সরিয়ে নিয়ে যায়। তবে রেলের তরফে পদপিষ্টের ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। তাদের তরফে দাবি করা হয়েছে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.