সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু ৮ জনের

সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল ৭ জন ছাত্রছাত্রী ও এক শিক্ষকের। আশঙ্কাজনক অবস্থায় ৩ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিত্‍সা চলছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ এলাকায়।

Updated By: Apr 15, 2017, 10:41 PM IST
সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু ৮ জনের
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল ৭ জন ছাত্রছাত্রী ও এক শিক্ষকের। আশঙ্কাজনক অবস্থায় ৩ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিত্‍সা চলছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ এলাকায়।

আরও পড়ুন- উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় আহত ২, ক্ষতিপূরণের ঘোষণা যোগী আদিত্যনাথের

জানা গেছে, কর্নাটকের বেলগাম থেকে পিকনিক করতে এসেছিল ৫০ জনের ওই দলটি। তাদের মধ্যে ১০জন যায় সমুদ্রে স্নান করতে। স্থানীয় বাসিন্দা ও জেলেদের কথায়, জলের স্রোত ছিল খুব বেশি। কিন্তু বারবার বারন করার পরও তারা জলে নামে। মুহূর্তের মধ্যে জলের তোড়ে ভেসে যায় তাঁরা। জেলেরা কোনও ভাবে ৩ জনকে উদ্ধার করতে পারলেও বাকিদের উদ্ধার করতে পারেনি। পরে বাকি ৮ জনরে দেহ ভেসে ওঠে। আহতদের চিকিত্‍সা চলছে হাসপাতালে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

 

.