সুপ্রিম কোর্টে খারিজ ক্ষমার আবেদন, আগামী ৩০ জুলাই ফাঁসি হচ্ছে ইয়াকুব মেমনের

সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল ১৯৯৩ সালের মুম্বই সিরিয়াল ব্লাস্ট মামলায় দোষী সব্যস্ত ইয়াকুব আবদুল মেমনের ক্ষমার আর্জি। ফলত, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩০ জুলাই ফাঁসি হচ্ছে মেমনের।

Updated By: Jul 21, 2015, 04:16 PM IST
সুপ্রিম কোর্টে খারিজ ক্ষমার আবেদন, আগামী ৩০ জুলাই ফাঁসি হচ্ছে ইয়াকুব মেমনের

ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল ১৯৯৩ সালের মুম্বই সিরিয়াল ব্লাস্ট মামলায় দোষী সব্যস্ত ইয়াকুব আবদুল মেমনের ক্ষমার আর্জি। ফলত, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩০ জুলাই ফাঁসি হচ্ছে মেমনের।

ফাঁসিকাঠ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের শুনানিই ছিল মেননের কাছে শেষ সুযোগ।

১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় এই প্রথম কারোর মৃত্যদণ্ড হতে চলেছে।

এই মুহূর্তে নাগপুর সেন্ট্রাল জেলের বাসিন্দা মেমন।

কড়া নিরাপত্তার মোড়কে ঢাকা বিশেষে সেলে গতকাল মেমনের সঙ্গে দেখা করেন তার তুতোভাই উসমান মেমন ও আইনজীবী।

এই বছর এপ্রিলেই ৫৩ বছরের মেমনের ক্ষমার আর্জি খারিজ করে দিয়ে ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন তাঁর সরকার শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করবেন।

১৯৯৩ সালের ১২ মার্চ, মুম্বইয়ে পর পর ১৩টি বিস্ফোরণে প্রাণ হারান ২৫৭ জন। আহত হয়ে ছিলেন ৭০০ জন।

২০০৭ সালের ২৭ জুলাই টাইগার মেমনের ভাই ইয়াকুব মেমনের ফাঁসির আদেশ দেয় টাডা আদালত।

 

 

 

 

 

.