গ্রাহকদের অ্যাকাউন্টের সুরক্ষা দিতে এটাই SBI-এর পরামর্শ

অ্যাকাউন্টের নিরাপত্তা চাইলে টাকা তুলুন শুধুমাত্র SBI-এর ATM থেকে। নিজের গ্রাহকদের উদ্দেশে সতর্কতা জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Updated By: Oct 21, 2016, 06:33 PM IST
গ্রাহকদের অ্যাকাউন্টের সুরক্ষা দিতে এটাই SBI-এর পরামর্শ

ওয়েব ডেস্ক : অ্যাকাউন্টের নিরাপত্তা চাইলে টাকা তুলুন শুধুমাত্র SBI-এর ATM থেকে। নিজের গ্রাহকদের উদ্দেশে সতর্কতা জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

নামজাদা ব্যাঙ্কগুলির ওয়েবসাইটে সাইবার হানা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় দেশ। ব্যাঙ্কগুলির কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে অর্থমন্ত্রক। দশ দিনে ছয় লাখ ATM কার্ড ব্লক করেছে SBI। তথ্য খতিয়ে দেখে ওই গ্রাহকদের নতুন কার্ড দেওয়া হবে।

গড়পড়তা হিসেবে সরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিলিয়ে প্রায় ৩২ লাখ ATM কার্ড থেকে সাইবার চোরেরা তথ্য চুরি করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এবং এই সাইবার হানাদারি রোখার কার্যত কোনও উপায়ই নেই কেন্দ্রীয় সরকার কিংবা ব্যাঙ্কগুলির কাছে।

.