খুনের হুমকি, বাড়তি নিরাপত্তা চান সঞ্জয় জোশী

ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে চিঠি দিলেন বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সঞ্জয় জোশী। চিঠিতে সঞ্জয় জোশী স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অতিরিক্ত নিরাপত্তা চেয়েছেন। জোশীর দাবি, গত কয়েক সপ্তাহ ধরেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

Updated By: Jul 9, 2012, 05:02 PM IST

ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে চিঠি দিলেন বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সঞ্জয় জোশী। চিঠিতে সঞ্জয় জোশী স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অতিরিক্ত নিরাপত্তা চেয়েছেন। জোশীর দাবি, গত কয়েক সপ্তাহ ধরেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও দু`বার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে একই আবেদন জানিয়েছিলেন সঞ্জয় জোশী। তবে সেই আবেদন নাকচ করে দিয়েছিল স্বরাষ্ট্র দফতর।
গত মাসে মুম্বইয়ে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের সভাপতি নীতিন গড়কড়ী জোশীকে ইস্তফা দিতে নির্দেশ দেন। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর চাপের কাছে নতিস্বীকার করেই নীতিন গড়কড়ী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ সঞ্জয় জোশীর। প্রাণনাশের হুমকির জেরে আশঙ্কিত জোশী স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দিল্লি পুলিশের কাছেও প্রয়োজনীয় নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছেন। নরেন্দ্র মোদীর রোষে পড়ে ২০০২ সালের গুজরাট বিধানসভা ভোটে টিকিট পাননি তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী হরেন পান্ড্য। পরে আমেদাবাদের রাস্তায় প্রকাশ্য দিবালোকে খুন হয়ে যান তিনি। এবার কি সঞ্জয় জোশীও সেই একই আশঙ্কা করছেন?

.