ফের ব্যাঙ্ক জালিয়াতি, এ বার ৮০০ কোটি টাকা বাগিয়ে বেপাত্তা রোটোম্যাক কর্তা
কোঠারি ইউনিয়ন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন ৪৮৫ কোটি টাকা, এলাহাবাদ ব্যাঙ্ক থেকে ৩৫২ কোটি টাকা। ওই টাকার আসল ও সুদ, কোনও কিছুই শোধ করেননি
![ফের ব্যাঙ্ক জালিয়াতি, এ বার ৮০০ কোটি টাকা বাগিয়ে বেপাত্তা রোটোম্যাক কর্তা ফের ব্যাঙ্ক জালিয়াতি, এ বার ৮০০ কোটি টাকা বাগিয়ে বেপাত্তা রোটোম্যাক কর্তা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/18/109644-fraud.jpg-0.jpg)
নিজস্ব প্রতিবেদন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঘটনার পর প্রকাশ্যে এল আরও এক জালিয়াতি। এ বার জালিয়াতির বহর ৮০০ কোটি টাকা।
একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৮০০ কোটি টাকা ঋণ নিয়ে এখন বেপাত্তা রোটোম্যাক পেন কোম্পানির মালিক বিক্রম কোঠারি। সংবাদ মাধ্যমের খবর, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কোঠারিকে ওই বিপুল টাকা ঋণ দিয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব বারোদা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক।
মুম্বইয়ে পিএনবি-র একটি শাখা থেকে ১১,৩৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ওই টাকার পরিমাণ এখন কোথায় দাঁড়াবে তা এখনও ঠিক নেই। এ নিয়ে এমনিতেই সরগরম গোটা দেশ। এর মধ্যে এল আরও ৮০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ।
আরও পড়ুন-বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই গুজরাটে আটক জিগনেশ মেওয়ানি
জানা যাচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক থেকে ৪৮৫ কোটি, এলাহাবাদ ব্যাঙ্ক থেকে ৩৫২ কোটি টাকা ঋণ নিয়েছেন কোঠারি। অভিযোগ, ওই টাকার আসল ও সুদ, কোনও কিছুই শোধ করেননি তিনি। গত ২ সপ্তাহ ধরে কানপুরে কোঠারির দফতর বন্ধ। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।