দুই থেকে বেড়ে এবার ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস! বড় ঘোষণা রেলের...

আগামী দিনে ইন্টার সিটি, শতাব্দী এবং জনশতাব্দী ট্রেনগুলিকে বদলে বন্দে ভারতের রুট চালু করা হবে। রেলমন্ত্রী বলেন নতুন বন্দে ভারতে অনেকগুলি অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। বর্তমানে ট্রেনের সাসপেনশন ধাতু দিয়ে তৈরিহয়। বন্দে ভারত-২-এ এয়ার স্প্রিং বসানো হবে।

Updated By: Jul 7, 2022, 11:29 AM IST
দুই থেকে বেড়ে এবার ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস! বড় ঘোষণা রেলের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগস্ট মাসটি রেলযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২০১৯ সালে চালু হওয়া দেশের সেমি-হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ১৪ লক্ষ কিলোমিটার যাত্রা শেষ করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে আগস্টে বন্দে ভারত-এর আপগ্রেড সংস্করণ চালু করা হবে।

কম সময় এবং ভ্রমণের সুবিধার জন্য বন্দে ভারত রেল যাত্রীদের কাছে খুবই পছন্দের ট্রেন। ভারতীয় রেল ১৫ আগস্ট, ২০২৩ সালের মধ্যে ৭৫টি উচ্চ-গতির বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। বর্তমানে, মাত্র দুটি বন্দে ভারত ট্রেন নয়াদিল্লি থেকে কাটরা এবং নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত চলে।

গান্ধীনগরে অবস্থিত ভারতের উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউটে (EDII) এই বিষয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন বন্দে ভারত এক্সপ্রেসের দুটি আপগ্রেড সংস্করণ আসছে। দ্বিতীয় আপগ্রেড সংস্করণটি পরের মাসে অর্থাৎ আগস্ট ২০২২-এর মধ্যে ট্র্যাকে আসবে। এছাড়াও তৃতীয় আপগ্রেড সংস্করণ আসতে আরও একটু বেশি সময় লাগবে।

রেলমন্ত্রী বলেন বন্দে ভারত-এর আপগ্রেড সংস্করণটি বর্তমান ট্রেনের তুলনায় উন্নত হবে। বর্তমানে বন্দে ভারত-এর সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর দ্বিতীয় সংস্করণের সর্বোচ্চ গতি হবে ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং তৃতীয় সংস্করণটি ২২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলবে। এই দুটি ট্রেন যে রুটে চলবে সেখানকার যাত্রা খুব কম সময়েই সম্পূর্ণ করা হবে।

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যেহেতু সরকার ১৫ আগস্ট, ২০২৩ এর মধ্যে ৭৫টি বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে তাই ২০২২ সালের আগস্ট থেকে প্রতি মাসে পাঁচ থেকে ছয়টি বন্দে ভারত ট্রেন আনা হবে। প্রধানমন্ত্রী মোদী ২০২১ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৫টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করার লক্ষ্য নির্ধারণ করেন।

আরও পড়ুন: Smriti Irani, Jyotiraditya Scindia: মোদীর মন্ত্রিসভায় ওজন বাড়ল স্মৃতি-জ্যোতিরাদিত্যর, পেলেন বাড়তি দায়িত্ব

আগামী দিনে ইন্টার সিটি, শতাব্দী এবং জনশতাব্দী ট্রেনগুলিকে বদলে বন্দে ভারতের রুট চালু করা হবে। রেলমন্ত্রী বলেন নতুন বন্দে ভারতে অনেকগুলি অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। বর্তমানে ট্রেনের সাসপেনশন ধাতু দিয়ে তৈরিহয়। বন্দে ভারত-২-এ এয়ার স্প্রিং বসানো হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.