মোদীর 'বফর্স' হল না রাফাল, লোকসভার আগে ব্যুমেরাং রাহুলের অস্ত্র

 ১৯৮৬ সালে সুইডেন থেকে বফর্স কামান কেনায় ঘুষের অভিযোগ ওঠে রাহুলের বাবার বিরুদ্ধে।

Updated By: Dec 14, 2018, 11:26 PM IST
মোদীর 'বফর্স' হল না রাফাল, লোকসভার আগে ব্যুমেরাং রাহুলের অস্ত্র

নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসের মোকাবিলায় এ বার বিজেপি-র অস্ত্র রাফাল। তিন রাজ্যে হারের পর রাহুলকে নিয়ে চিন্তায় গেরুয়া শিবির। সুপ্রিম কোর্টের রায় সামনে রেখে রাফালকে রাহুলের ব্যুমেরাং করে তোলার চেষ্টায় তারা। রাফালকে বিজেপির বফর্স করে তুলতে চেয়েছেন রাহুল গান্ধী। কিন্তু, লোকসভা নির্বাচনের ঠিক আগেই শীর্ষ আদালতের রায়ে এল জোর ধাক্কা।

সামনে লোকসভা ভোট। মোদীকে হঠাতে রাফালে বাজি রেখেছেন রাহুল গান্ধী। ৩০ বছর আগে একইরকম প্রতিরক্ষা সরঞ্জাম কেনায় কেলেঙ্কারির অভিযোগেই তো সরে যেতে হয়েছিল তাঁর বাবাকে। 

১৯৮৪ সালে প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী। ১৯৮৬ সালে সুইডেন থেকে বফর্স কামান কেনায় তাঁর বিরুদ্ধে ঘুষের অভিযোগ ওঠে। বফর্সের ধাক্কায় ১৯৮৯ সালে ভোটে হেরে যান রাজীব গান্ধী। ১৯৯১ সালে জঙ্গিদের হাতে নিহত হন। মৃত্যুর ১৩ বছর পর ২০০৪ সালে দিল্লি হাইকোর্টের রায়ে বফর্সের অভিযোগ থেকে মুক্তি পান রাজীব।   

কংগ্রেস এখনও রাফালে জেপিসির দাবিতে অনড়। এদিন সাংবাদিক বৈঠক করে ফের একবার চৌকিদার চোর হ্যায় বলে খোঁচা দিয়েছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ''গোটা দেশ জেনে গিয়েছে চৌকিদারই চোর। প্রমাণ করে দেব প্রধানমন্ত্রীর বন্ধু অনিল অম্বানিকে বরাত দেওয়া হয়েছিল''। তাঁর প্রশ্ন, রাফালের দাম ৫২৬ কোটি টাকা। কিন্তু ১৬০০ কোটি টাকা দাম দেওয়া হল কেন? হ্যালকে বরাত না দিয়ে কেন অনিল অম্বানিকে পাইয়ে দেওয়া হল? রাহুলকে পাল্টা দিয়েছেন রবিশঙ্কর প্রসাদ। তাঁর কথায়,''সুপ্রিম কোর্টের রায়ও মানছেন না রাহুল গান্ধী''।  

এবার কিন্তু লোকসভা ভোটের আগেই চলে এল রাফালের রায়। ভোটে রাফালকে হাতিয়ার করার সুযোগ অনেকটাই হারালেন রাহুল গান্ধী। রাজনৈতিক মহল বলছে,  ৩ রাজ্যের ভোটে সাফল্যের পর রাহুলকে নিয়ে চিন্তায় বিজেপি। রাহুলকে আর কটাক্ষ করা কঠিন, আক্রমণেরও সেরকম সুযোগ নেই।  তাই, ভোটের আগে এবার রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করেই রাহুলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানাবে বিজেপি। 

আরও পড়ুন-  

   

.