টানাটানির বাজারে প্রধানমন্ত্রীর বিদেশ উড়ান খরচ ৬৪২ কোটি

গত ন`বছরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিমান যাত্রা বাবদ খরচ হয়েছে মোট ৬৪২ কোটি টাকা। একটি আরটিআইয়ের ভিত্তিতে প্রধানমন্ত্রীর দফতর বাধ্য হয়েই আজ এই তথ্য জনসমক্ষে এনেছে। প্রধানমন্ত্রীর বিমানভাড়া বাবদ খরচ হওয়া বিপুল অর্থের কথা প্রকাশ্যে আসায় বেশ খানিকটা অস্বস্তিতে কেন্দ্র।

Updated By: Jun 9, 2013, 06:33 PM IST

গত ন`বছরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিমান যাত্রা বাবদ খরচ হয়েছে মোট ৬৪২ কোটি টাকা। একটি আরটিআইয়ের ভিত্তিতে প্রধানমন্ত্রীর দফতর বাধ্য হয়েই আজ এই তথ্য জনসমক্ষে এনেছে। প্রধানমন্ত্রীর বিমানভাড়া বাবদ খরচ হওয়া বিপুল অর্থের কথা প্রকাশ্যে আসায় বেশ খানিকটা অস্বস্তিতে কেন্দ্র।
প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এই তথ্য অনুযায়ী ২০০৪-এ প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট ৬৭ বার বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী। এরমধ্যে পাঁচটিবাদে বাকি ৬২টি সফরের বিমানভাড়া বাবদ খরচ হয়েছে ৬৪২ কোটি ৪৫ লক্ষ টাকা। বাকি ৫টি বিমানযাত্রার বিল এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
সম্প্রতি সেন্ট্রাল ইনফরমেশন কমিশন প্রত্যেকটি কেন্দ্রীয় সচিবালয়কে বৃহত্তর জনস্বার্থে সমস্ত মন্ত্রী ও ভিভিআইপিদের যাতায়াত বাবদ খরচের হিসাব প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছে।
গতবছর একটি সংবাদ সংস্থা প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের পাঁচবছরে বিদেশ যাত্রা বাবদ মোট খরচের পরিমাণ (২২৩ কোটি টাকা) ফাঁস করে দেয়। ভিভিআইপিদের বিদেশযাত্রা বাবদ খরচ হওয়া এই বিপুল অর্থের কথা প্রকাশ্যে আসায় বিতর্ক তৈরি হয়।

.