রেল ভাড়া, চিনির পর আলু-পেঁয়াজের দরেও অশনি সঙ্কেত
রেলভাড়া বৃদ্ধিতেই রেহাই নেই। এবার আলু-পেঁয়াজের দরেও অশনি সঙ্কেত। বাজারদরে লাগাম টানতে ইতিমধ্যেই সর্বোচ্চমূল্যের লক্ষ্মণরেখা টেনে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজ দেবে কি সেই ওষুধ? কী বলছেন ক্রেতা-বিক্রেতারা? আলু নিয়ে মুখ্যমন্ত্রীর দাওয়াইয়ের আড়াই মাস অতিক্রান্ত। স্বাভাবিক ছন্দে থাকলে যে আলুর দাম এই সময় থাকা উচিত ছিল দশ টাকা, তা এখন বাড়তে বাড়তে বাইশ
রেলভাড়া বৃদ্ধিতেই রেহাই নেই। এবার আলু-পেঁয়াজের দরেও অশনি সঙ্কেত। বাজারদরে লাগাম টানতে ইতিমধ্যেই সর্বোচ্চমূল্যের লক্ষ্মণরেখা টেনে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজ দেবে কি সেই ওষুধ? কী বলছেন ক্রেতা-বিক্রেতারা? আলু নিয়ে মুখ্যমন্ত্রীর দাওয়াইয়ের আড়াই মাস অতিক্রান্ত। স্বাভাবিক ছন্দে থাকলে যে আলুর দাম এই সময় থাকা উচিত ছিল দশ টাকা, তা এখন বাড়তে বাড়তে বাইশ।
প্রথমবার তেরোর গেরোয় পড়েছিল আলু। কাজ দেয়নি সেই ওষুধ। এবার নবান্নের ফতোয়া, দাম রাখতে হবে চোদ্দয়। কি হবে এবার?
টাস্ক ফোর্স, নবান্নের বৈঠক, দর বেঁধে দেওয়া, বাজারে আলু গায়েব হয়ে যাওয়া। গত ২ মাসে সবকিছুই মুখস্ত হয়ে গেছে আমজনতার। এবার কি তাহলে নতুন বোতলে দাম কমানোর সেই পুরনো ওষুধ? উত্তরের অপেক্ষায় মধ্যবিত্ত।