এবারও সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটাবেন নরেন্দ্র মোদী
অরুণাচলপ্রদেশের দিবাং উপত্যকায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন নির্মলা সীতারমন।
নিজস্ব প্রতিবেদন: আরও একটা দীপাবলি জওয়ানদের সঙ্গে কাটাবেন নরেন্দ্র মোদী। চিন সীমান্তের কাছে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলির উত্সব উদযাপন করবেন প্রধানমন্ত্রী। জওয়ানদের সঙ্গে থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনও।
অরুণাচলপ্রদেশের দিবাং উপত্যকায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন নির্মলা সীতারমন। উত্তরাখণ্ডের হারসিলে সেনা ছাউনিতে জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেবেন নরেন্দ্র মোদী। গতবার সেনা জওয়ানদের মিষ্টিমুখ করিয়েছিসেন খোদ প্রধানমন্ত্রীই। এবার তিনি তেমনটাই করতে পারেন বলে মনে করা হচ্ছে।
গতবছর জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় গুরেজ সেক্টরে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন নরেন্দ্র মোদী। বলেছিলেন, জওয়ানদের নিজের পরিবারের সদস্য মনে করেন তিনি।
আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই দীপাবলির সকালে গুরেজ উপত্যকায় পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। পাক অধিকৃত কাশ্মীর থেকে জায়গাটি অনতিদূরেই। গত ২৭ বছর ধরে ওই এলাকায় বহুবার গোলাগুলি চলেছে। এমনকি ঘটেছে জঙ্গি অনুপ্রবেশও ঘটনাও।
আরও পড়ুন- ''আর্থিক ভুল শোধারাতে আরবিআইয়ের কাছে থেকে ৩.৬ লক্ষ কোটি চেয়েছেন মোদী''