চার্জে থাকা অবস্থায় মোবাইলে বিস্ফোরণ, দুর্ঘটনায় অন্ধ হয়ে যেতে পারে ক্লাস ফোরের ছাত্র
ফোনটা চার্জে দেওয়া ছিল। হঠাত্ ফোনটা বেজে উঠল। হ্যালো বলার পরই ফোনটা খুব জোরে আওয়াজ করে ফেটে গেল। ঘটনাটা ঘটেছে চেন্নাইয়ে। মোবাইলে বিস্ফোরণের জেরে অন্ধ হয়ে যেতে পারে ক্লাস ফোরের ছাত্র ধনুষ। বয়স মাত্র ৯ বছর।
Updated By: Feb 7, 2016, 07:25 PM IST
![চার্জে থাকা অবস্থায় মোবাইলে বিস্ফোরণ, দুর্ঘটনায় অন্ধ হয়ে যেতে পারে ক্লাস ফোরের ছাত্র চার্জে থাকা অবস্থায় মোবাইলে বিস্ফোরণ, দুর্ঘটনায় অন্ধ হয়ে যেতে পারে ক্লাস ফোরের ছাত্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/07/49108-blast.jpg)
প্রতীকী ছবি।
ওয়েব ডেস্ক: ফোনটা চার্জে দেওয়া ছিল। হঠাত্ ফোনটা বেজে উঠল। হ্যালো বলার পরই ফোনটা খুব জোরে আওয়াজ করে ফেটে গেল। ঘটনাটা ঘটেছে চেন্নাইয়ে। মোবাইলে বিস্ফোরণের জেরে অন্ধ হয়ে যেতে পারে ক্লাস ফোরের ছাত্র ধনুষ। বয়স মাত্র ৯ বছর।
ধনুষকে স্থানীয় এক হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। তার দুটো চোখই ঝলসে গিয়েছে। ব্যাটারি ফেটেই এই বিস্ফোরণ হয় বলে মনে করা হচ্ছে। ধনুষের বাঁ চোখ সেরে গেলেও ডান চোখ নিয়ে আশঙ্কার কথাই শোনা যাচ্ছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পড়তে বসার আগে ফোনটা আসে। তার কিছুক্ষণ আগেই ধনুষ ফোনটা চার্জে বসিয়েছিল।
Tags: