Pegasus row: নজর রাখা হত রাহুল গান্ধী, প্রশান্ত কিশোরের ফোনেও!
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফোনেও নজরদারি করা হয়েছিল এই স্পাইওয়্যারের মাধ্যমে।
![Pegasus row: নজর রাখা হত রাহুল গান্ধী, প্রশান্ত কিশোরের ফোনেও! Pegasus row: নজর রাখা হত রাহুল গান্ধী, প্রশান্ত কিশোরের ফোনেও!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/20/334044-rahul.jpg)
নিজস্ব প্রতিবেদন: ইজরায়েলি সংস্থা পেগাসাস স্পাইওয়্যার নিয়ে এবার প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য৷ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi), ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ফোনেও নজরদারি করা হয়েছিল এই স্পাইওয়্যারের মাধ্যমে, সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানান হয়েছে৷
সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী নির্বাচন কমিশনের আধিকারিক থেকে বিজেপি দলের মন্ত্রিসভার সদস্যদেরও ফোন নাম্বার ট্যাও করা হয়েছিল। এই স্পাইওয়ারের মাধ্যমে নজরদারি চালানো ৩০০ ভেরিফায়েড নাম্বারের মধ্যে রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুটি নাম্বার।
আরও পড়ুন, 'Pegasus Project' নিয়ে রাজ্যসভায় বিবৃতি দেবেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী, প্রতিবাদ জারি রাখবে কংগ্রেস
পশ্চিমবঙ্গে ভোট চলাকালীন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের মোবাইল ফোন হ্যাক করা হয়েছিল পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে, এমনটাই জানান হয়েছে। গোটা ঘটনা নিয়ে সোচ্চার হয়েছে কংগ্রেস। সংসদের বাদল অধিবেশন চলাকালীন বিক্ষোভ প্রতিবাদ জারি রাখবেন তারা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনা ও বিজেপি যোগ অস্বীকার করা হয়েছে৷