BIG BREAKING NOW: নয়াদিল্লিতে ইন্ডিগোর বিমানে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
Updated By: Aug 20, 2014, 08:22 PM IST
![BIG BREAKING NOW: নয়াদিল্লিতে ইন্ডিগোর বিমানে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক BIG BREAKING NOW: নয়াদিল্লিতে ইন্ডিগোর বিমানে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/20/28286-indigofire.jpg)
নয়াদিল্লি: মুম্বই থেকে দিল্লি গামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। বিমানে ১৫০ জন যাত্রী ছিলেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের পর বিমানটিতে আগুন লাগে। যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।
বিমান সংস্থার তরফে দাবি করা হয়েছে আগুন লাগার ৭৫ সেকেন্ডের মধ্যে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। ইন্ডিগোর ওই বিবৃতিতে বলা হয়েছে, ""দিল্লি এটিএস থেকে থেকে পাইলট খবর পান বিমান থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপরই যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তার স্বার্থে বিমান খালি করার নির্দেশ দেন পাইলট।''
কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও বিমান সংস্থা জানিয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।