সাম্বা ও কাঠুয়া সেক্টরে পাকিস্তানের নাগাড়ে গুলি; হত ৪, ঘরছাড়া কয়েক হাজার গ্রামবাসী
মঙ্গলবার রাতভর গুলি চালাল পাকিস্তান। জম্মুর কাঠুয়া, সাম্বা ও আখনুর সেক্টরে বিএসএফের আউট পোস্টগুলিকে লক্ষ্য করে প্রবল গুলিবর্ষণ করে পাকিস্তানি রেঞ্জাররা। ওই গোলাগুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন।
![সাম্বা ও কাঠুয়া সেক্টরে পাকিস্তানের নাগাড়ে গুলি; হত ৪, ঘরছাড়া কয়েক হাজার গ্রামবাসী সাম্বা ও কাঠুয়া সেক্টরে পাকিস্তানের নাগাড়ে গুলি; হত ৪, ঘরছাড়া কয়েক হাজার গ্রামবাসী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/05/23/121576-67.jpg)
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার রাতভর গুলি চালাল পাকিস্তান। জম্মুর কাঠুয়া, সাম্বা ও আখনুর সেক্টরে বিএসএফের আউট পোস্টগুলিকে লক্ষ্য করে প্রবল গুলিবর্ষণ করে পাকিস্তানি রেঞ্জাররা। ওই গোলাগুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন।
আরও পড়ুন-আরএসএস-বিজেপিকে পাত্তা না দেওয়াতেই তুতিকোরিনে পুলিসের গুলি, দাবি রাহুলের
উল্লেখ্য, এক সপ্তাহে পাক গোলাগুলিতে ৪২ জনের মৃত্যু হল। নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন গ্রাম থেকে পালিয়ে গিয়েছেন কমপক্ষে ৪০ হাজার মানুষ। অনেক সরকার ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।
আরও পড়ুন-আজও কালবৈশাখীর পূর্বাভাস, বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা
গত সোমবার থেকে জোরদার গোলাগুলি শুরু করে পাকিস্তান। রবিবারই তারা ভারতের জবাবি গুলিচালান বন্ধের আর্জি জানায়। গত ১৫ মে হিরানগর থেকে আর এস পুরা সেক্টর পর্যন্ত ২ বিএসএফ জওয়ান ও ৪ সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, আরনিয়া থেকে আরএস পুর পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।