আজ পুঞ্চ সেক্টরে গুলি চালাল পাকিস্তান
জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ফের একবার শান্তি চুক্তি ভঙ্গ করল পাকিস্তান। প্রতিরক্ষা দফতর জানিয়েছে, শনিবার সকাল থেকে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাক সেনা।
Updated By: Oct 18, 2014, 01:58 PM IST
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ফের একবার শান্তি চুক্তি ভঙ্গ করল পাকিস্তান। প্রতিরক্ষা দফতর জানিয়েছে, শনিবার সকাল থেকে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাক সেনা।
সংবাদসংস্থা সূত্রে খবর, "পাকিস্তান সেনা প্ররোচনা ছাড়াই শনিবার সকাল ৮টা ৫৫ থেকে সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।" মোটার ও স্বয়ংক্রিয় রাইলফেল থেকে গুলি ছোঁড়া হচ্ছে বলে জানানো হয়েছে। হামলার কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
তবে আজকের হানায় কেই হতাহত হননি। গত তিন দিনে হামিরপুর সেক্টরে এই নিয়ে তিনবার শান্তি চুক্তি ভাঙল পাকিস্তান।