Opposition Meeting | INDIA: 'ন্যাশনাল' ও 'ডেমোক্র্যাটিক', দুই শব্দে আপত্তি তৃণমূলের! বদলাবে INDIA?
যদিও এই নামের সঙ্গে সহমত পোষণ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কিন্তু এর মাঝেও দুটি শব্দ নিয়ে আপত্তি তুলেছে তারা। জানা গিয়েছে ইন্ডিয়া নামের সম্পূর্ণ অর্থ হতে চলেছে ইন্ডিয়ান নাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। এই জায়গায় ‘ন্যাশনাল’ এবং ‘ডেমোক্র্যাটিক’ এই দুটি শব্দ নিয়ে আপত্তি তুলেছে তারা।
![Opposition Meeting | INDIA: 'ন্যাশনাল' ও 'ডেমোক্র্যাটিক', দুই শব্দে আপত্তি তৃণমূলের! বদলাবে INDIA? Opposition Meeting | INDIA: 'ন্যাশনাল' ও 'ডেমোক্র্যাটিক', দুই শব্দে আপত্তি তৃণমূলের! বদলাবে INDIA?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/07/18/429992-kharge.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার বেঙ্গালুরুতে চলছে বিরোধী ঐক্যের দ্বিতীয় দিনের বৈঠক। এই বৈঠকে বিভিন্ন আলোচনার পাশাপাশি এই বিরোধী জোটের নাম ঠিক হওয়ার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এরই মাঝে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনের একটি ট্যুইট নিয়ে শুরু হয়েছে আলোচনা। জানা গিয়েছে দেশের নাম ব্যবহার করে এই ফ্রন্ট-এর নাম হতে চলেছে ইন্ডিয়া। মনে করা হচ্ছে ইন্ডিয়া-র সম্পূর্ণ মানে হতে চলেছে ইন্ডিয়ান নাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। যদিও এই নামে এখনও অফিশিয়াল সিলমোহর পড়েনি বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: Opposition Meeting | INDIA: হাতিয়ার বহুত্ববাদ, বিজেপি-র বিরুদ্ধে বিরোধীদের মহামঞ্চ 'INDIA'!
যদিও এই নামের সঙ্গে সহমত পোষণ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কিন্তু এর মাঝেও দুটি শব্দ নিয়ে আপত্তি তুলেছে তারা। জানা গিয়েছে ইন্ডিয়া নামের সম্পূর্ণ অর্থ হতে চলেছে ইন্ডিয়ান নাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। এই জায়গায় ‘ন্যাশনাল’ এবং ‘ডেমোক্র্যাটিক’ এই দুটি শব্দ নিয়ে আপত্তি তুলেছে তারা।
জানা গিয়েছে যে আপত্তি না হলেও সর্বসম্মতিক্রমে এই নাম চূড়ান্ত হয়েছে। যদিও তৃণমূলের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে যে ভালো হয় যদি ‘ইন্ডিয়া’-র ‘এন’ এবং ‘ডি’ অক্ষর দুটির অ্যাব্রিভিয়েশন যদি পরিবর্তন করা সম্ভব হয়।
আরও পড়ুন: Woman washed away: চোখের সামনেই ভেসে গেল মা, সন্তানের ক্যামেরায় বন্দি ভয়ংকর সেই দৃশ্য
কারণ এনডিএ জোটের পুরো নাম ন্যাশনাল ডেমক্র্যাটিক অ্যালায়েন্স। সেই কারণেই নতুন জোটের নামে এই দুটি শব্দের বদল চেয়ে প্রস্তাব দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। জানা গিয়েছে এই বিষয়ে বৈঠোকে আলোচনা চলছে।
এর আগে বহুবার বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটকে আক্রমণ করার সময়ে বলা হয়েছে যে বিজেপি এক্সক্লুশনের রাজনীতি করে। বিশেষ করে দেশে সংখ্যালঘুদের বিষয়ে বিজেপি-র মনোভাবকে বরাবর আক্রমণ করে বলা হয়েছে যে বিজেপি সংখ্যালঘুদের এক্সক্লুড করার রাজনীতি করছে। ফলত এর বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন বিরোধ জোটের নামে ‘ইনক্লুসিভ’ শব্দের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।