Covid 19: দেশে পাওয়া গেছে XE ভেরিয়ান্ট, এরমাঝেই কমল সংক্রমণ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৯৬
দেশে মোট টিকাকরন ১৮৫.৯০কোটি ডোজ পেরিয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রক জানিয়েছে যে ৭০ শতাংশ মৃত্যুই হয়েছে কোমর্বিডিটির কারনে।
![Covid 19: দেশে পাওয়া গেছে XE ভেরিয়ান্ট, এরমাঝেই কমল সংক্রমণ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৯৬ Covid 19: দেশে পাওয়া গেছে XE ভেরিয়ান্ট, এরমাঝেই কমল সংক্রমণ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৯৬](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/12/371874-covid-aril-12.jpg)
নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘণ্টায় ভারতে ৭৯৬ টি নতুন কোভিড সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এর ফলে দেশে মোট কোভিড সংক্রমণের সংখ্যা দাঁড়াল ৪,৩০,৩৬,৯২৮। এছাড়াও দেশে সক্রিয় সংক্রমণ কমে হয়েছে ১০,৮৮৯।
গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যুর পরে দেশে মোট মৃতের সংখ্যা হয়েছে ৫,২১,৭১০। কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রক জানিয়েছে সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৩ শতাংশ। এছাড়াও রোগমুক্তির হার রয়েছে আগের মতই ৯৮.৭৬ শতাংশ।
১৬৯টি কেস কম রেকর্ড করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। দৈনিক সংক্রমণের হার হয়েছে ০.২০ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার হয়েছে ০.২৪ শতাংশ। দেশে মোট রোগমুক্ত হয়েছেন ৪,২৫,০৪,৩২৯ জন এবং মৃত্যুর হার ১.২১ শতাংশ।
দেশে মোট টিকাকরন ১৮৫.৯০কোটি ডোজ পেরিয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রক জানিয়েছে যে ৭০ শতাংশ মৃত্যুই হয়েছে কোমর্বিডিটির কারনে।