থানায় এ কী করছে যুবতী!(ভাইরাল ভিডিও)
মদ্যপ অবস্থায় জোরে গাড়ি চালানোর অভিযোগে এক যুবতী সহ কয়েকজন ছাত্রকে আটক করে পুলিস। নিয়ে আসা হয় ওর্লি থানায়। সেখানে তাদের এই কাজের জন্য বকাবকি করেন পুলিস আধাকারিকরা। আর তাতেই ঘটে যায় বিপত্তি।
Updated By: Jun 30, 2016, 05:05 PM IST
![থানায় এ কী করছে যুবতী!(ভাইরাল ভিডিও) থানায় এ কী করছে যুবতী!(ভাইরাল ভিডিও)](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/30/59290-police-station2.jpg)
ওয়েব ডেস্ক : মদ্যপ অবস্থায় জোরে গাড়ি চালানোর অভিযোগে এক যুবতী সহ কয়েকজন ছাত্রকে আটক করে পুলিস। নিয়ে আসা হয় ওর্লি থানায়। সেখানে তাদের এই কাজের জন্য বকাবকি করেন পুলিস আধাকারিকরা। আর তাতেই ঘটে যায় বিপত্তি।
মুহূর্তের মধ্যেই মারমুখী হয়ে ওঠে ওই যুবতী ও তার সঙ্গীরা। থানায় উপস্থিত পুলিস কর্মীদের চড়-চাপরও মারতে শুরু করে তারা। এমনকী এক আধিকারিকের মোবাইল ফোনটিও ভেঙে দেয় ওই যুবতী। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
গোটা ঘটনার ভিডিওটি প্রকাশ্যে আসার পরই বর্তমানে তা ভাইরাল। দেখুন সেই ভিডিও।