সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করা হয়নি, জানাল অর্থ মন্ত্রক
শুক্রবার কেন্দ্রের ওই নির্দেশিকার পর কেন্দ্রকে নিশানা করেন রাহুল গান্ধী
![সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করা হয়নি, জানাল অর্থ মন্ত্রক সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করা হয়নি, জানাল অর্থ মন্ত্রক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/05/273644-9.gif)
নিজস্ব প্রতিবেদন: সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করেনি কেন্দ্র। জল্পনার চাপে শেষপর্যন্ত বিবৃতিতে দিতে বাধ্য হল অর্থ মন্ত্রক। সমস্যার শুরু শুক্রবার সরকারের এক বিবৃতি।
আরও পড়ুন-স্বাস্থ্য ও শাস্ত্রের যুগলবন্দিতে পিতলের নয়া সামগ্রী, করোনা আবহে বিধি মেনে পুজোর চ্যালেঞ্জ
শনিবার অর্থ মন্ত্রকের ওই বিবৃতিতে জানানো হয়েছে, করোনা আবহে খরচ কমানোর জন্য কেন্দ্রীয় সরকারের চাকরিতে নিয়োগ বন্ধ বা কাটছাঁট করা হয়নি। যে ভাবে স্টাফ সিলেকশন কমিশন, ইউপিএসসি, রেল বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হয় তেমনই হবে।
বিবৃতি আরও বলা হয়েছে শুক্রবার যে নির্দেশিকা জারি করা হয় তা একেবারে দফতরের নিজস্ব বিষয়। এখানে খরচ কমানোর কথা বলা হয়েছে। কোনও বই, নথি আমদানি কার কাগজে ছাপা হবে না। বিভিন্ন দিবস পালন ও অন্যান্য ক্ষেত্রে খরচ কমানো হবে।
আরও পড়ুন-১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রেলের ১.৪ লক্ষ শূন্যপদের নিয়োগ পরীক্ষা
শুক্রবার কেন্দ্রের ওই নির্দেশিকার পর কেন্দ্রকে নিশানা করেন রাহুল গান্ধী। তিনি বলেন, মোদী সরকার চাইছেন যতটা পারা যায় বেসরকারিকরণ করতে। করোনা একটা অজুহাত মাত্র। সরকার চাইছে স্থায়ী কর্মী নিয়োগ না করতে।