National Technology Day: প্রতি বছর পোখরান বিস্ফোরণের সাফল্যকে স্মরণ করা হয় প্রযুক্তি দিবসের উদযাপনে

প্রযুক্তির বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে অগ্রগণ্যদর পুরস্কৃত করার লক্ষ্যে এদিন টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড আবেদন আহ্বান করে।

Updated By: May 11, 2022, 08:10 PM IST
National Technology Day: প্রতি বছর পোখরান বিস্ফোরণের সাফল্যকে স্মরণ করা হয় প্রযুক্তি দিবসের উদযাপনে

নিজস্ব প্রতিবেদন:  আজ, বুধবার ১১ মে জাতীয় প্রযুক্তি দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিনের উপলক্ষে ভারতের বিজ্ঞানীমহলকে ধন্যবাদ জানিয়েছেন, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন পোখরান পরীক্ষার কারিগরদের।

আসলে পোখরানে নিউক্লিয়ার টেস্ট ডে'র স্মরণেই এ দিনটি পালিত হয়ে আসছে। ১৯৯৮ সালে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ১৯৯৯ সালে দিনটি প্রথম পালিত হয়েছিল। তবে দিনটি প্রাথমিক ভাবে পালিত হয়েছিল বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে দেশের অর্জন ও সাফল্যের দিকে তাকিয়ে।  

প্রতি বছরই দিনটির একটি থিম থাকে। এ বছর দিনটির মূলভাবনা-- 'ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাসটেনেইবেল ফিউচার'। প্রযুক্তির বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে অগ্রগণ্যদর পুরস্কৃত করার লক্ষ্যে এদিন টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড আবেদন আহ্বান করে। সাধারণত তিনটি ক্যাটেগরির পুরস্কার থাকে।

আরও পড়ুন: Chandra Grahan: জানেন, বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে, কোন সময়ে, কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.