UP Shocker: যোগীরাজ্যে হাড়হিম! রাজপথের পাশে পড়ে মুণ্ডহীন নগ্ন তরুণী, সারা শরীর ফালাফালা...
এক যুবতীকে ধর্ষণ করে তার মাথা কেটে গায়েব করে দিল। বুধবার উত্তরপ্রদেশের গুজইনিতে কানপুর-দিল্লি জাতীয় সড়কের সড়কের পাশ থেকে উদ্ধার করা হয় যুবতীর মুণ্ডহীন দেহ। রাস্তার পাশে দেহ পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিসকে খবর দেয়।
![UP Shocker: যোগীরাজ্যে হাড়হিম! রাজপথের পাশে পড়ে মুণ্ডহীন নগ্ন তরুণী, সারা শরীর ফালাফালা... UP Shocker: যোগীরাজ্যে হাড়হিম! রাজপথের পাশে পড়ে মুণ্ডহীন নগ্ন তরুণী, সারা শরীর ফালাফালা...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/12/491711-up-case.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার উত্তরপ্রদেশে বীভৎস, ভয়ংকর ঘটনা। এবার এক যুবতীকে ধর্ষণ করে তার মাথা কেটে গায়েব করে দিল। বুধবার উত্তরপ্রদেশের গুজইনিতে কানপুর-দিল্লি জাতীয় সড়কের সড়কের পাশ থেকে উদ্ধার করা হয় যুবতীর মুণ্ডহীন দেহ। রাস্তার পাশে দেহ পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিসকে খবর দেয়। পুলিস দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যে ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। বিষয়টি তদন্ত করতে তিনটি দল গঠন করেছে উত্তরপ্রদেশ পুলিস।
আরও পড়ুন, Indian Army: ছাড় নেই সেনারও! দুই অফিসারকে মেরেধরে বেঁধে চোখের সামনেই বান্ধবীর শরীর গণ-ভোগদখল...
এখনও পর্যন্ত ওই যুবতীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের তরফে খবর, যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরিচয় প্রকাশ্যে না আনার জন্যই মাথা কেটে অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে। আপাতত মহিলার ওই কাটা মাথার খোঁজ শুরু করেছে। পুলিস জানিয়েছে, উদ্ধারের সময় যুবতীর শরীরে কোন পোশাক ছিল না। মহিলা দাঁত এবং হাড়ও ভাঙ্গা ছিল। মৃতদেহের পাশ থেকে কোনও মোবাইল, ব্যাগ বা পরিচয়পত্র কিছুই মেলেনি বলে জানিয়েছে পুলিস। পাশের ঝোপ থেকে ধূসর রঙের ছেঁড়া পোশাকের কয়েকটি টুকরো পাওয়া গিয়েছে। জাতীয় সড়কে সিসিটিভি না থাকায়, কে বা কারা দেহটিকে ওখানে ফেলে রেখে গেল, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে একটি হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে গতি আনার চেষ্টা করছে পুলিস। ওই ফুটেজে দেখা গিয়েছে, ওই যুবতীর মতোই ধূসর রঙের পোশাক পরে একজন হেঁটে যাচ্ছে। তবে সেটি ওই মহিলা কিনা তা এখনও অবধি নিশ্চিত করতে পারেনি পুলিস।
এই ঘটনার নিরপেক্ষভাবে তদন্ত এবং অভিযুক্তদের দ্রুত শাস্তি দাবি করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে রাজ্য সরকারের তদন্ত করা উচিত বলেই তিনি জানান। অখিলেশ যাদব জানান বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার “রাজনীতির ঊর্ধ্বে উঠে” ঘটনাটি তদন্ত করবে বলেই তিনি আশা করছেন।
আরও পড়ুন, Manipur: ডিজি ও নিরাপত্তা উপদেষ্টাকে সরাতে হবে, মণিপুরে কারফিউ ভেঙে রাস্তায় শয়ে শয়ে মানুষ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)