গঙ্গা ভাঙন রোধে প্রধানমন্ত্রী মোদীর সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
গঙ্গার ভাঙন রোধে সাহায্য করুক কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Updated By: May 25, 2017, 06:31 PM IST
ওয়েব ডেস্ক : গঙ্গার ভাঙন রোধে সাহায্য করুক কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে বৈঠক শুরু হয়। চারটের আগেই বৈঠক শেষ হয়ে যায়। বাংলাদেশের বাঁধের কারণে আত্রেয়ী নদীতে জলসমস্যা, চুর্ণি নদীর দূষণ সহ একাধিক বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। একাধিক প্রকল্পে বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ মেটানোর দাবি জানিয়েছেন। দাবি করেছেন, ঋণকাঠামো পুনর্গঠন করে রাজ্যের ওপর বোঝা কমানোর।
আরও পড়ুন, গেরুয়া বাহিনীর চ্যালেঞ্জ কি মোকাবিলা করতে পারল পুলিস?
Tags: