সাতজনের বেশি প্যান্ডেলে ঢুকতে পারবেন না! দুর্গাপুজোর গাইডলাইন পড়শি রাজ্যে
আমরা সবাই বুঝতেই পারছি যে এবারের দুর্গাপুজো অন্যবারের মতো হবে না।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2018/10/04/145395.jpg?itok=tx2ki0I5)
![সাতজনের বেশি প্যান্ডেলে ঢুকতে পারবেন না! দুর্গাপুজোর গাইডলাইন পড়শি রাজ্যে সাতজনের বেশি প্যান্ডেলে ঢুকতে পারবেন না! দুর্গাপুজোর গাইডলাইন পড়শি রাজ্যে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/10/274437-dr.jpg)
নিজস্ব প্রতিবেদন- মানসিকভাবে আমরা সবাই প্রস্তুত। আমরা সবাই বুঝতেই পারছি যে এবারের দুর্গাপুজো অন্যবারের মতো হবে না। এবার ততটা জাঁকজমকপূর্ণ হবে না উত্সবের মরশুম। তার উপর মানতে হবে একাধিক সরকারি নির্দেশ। অন্যবারের মতো এবার হয়তো লাইন দিয়ে প্রতিমা দর্শন সম্ভব হবে না। কারণ তাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না। করোনার জন্য আর্থ-সামাজিক কাঠামো এমনিতেই নতুন করে তৈরি হচ্ছে। করোনার জন্য আজ বহু মানুষ বিপদে। অন্য বছর এই সময় নামজাদা পুজো কমিটিগুলির ব্যস্ততার শেষ থাকে না। পুজোর আর মাস দেড়েক বাকি। সামনের সপ্তাহে মহালয়া। তবে এবারের পরিস্থিতি আগের মতো নয়। বহু বড় পুজো কমিটি জানিয়ে দিয়েছে, তারা এবার অন্যবারের মতো আড়ম্বরে পুজো করবে না।
আরও পড়ুন- দেশে প্রথম চাষীদের জন্য অ্যাপ আনল সরকার! মাছ চাষীদেরও সুখবর দিলেন প্রধানমন্ত্রী
এরই মধ্যে ওড়িশা সরকার দুর্গা পুজোর গাইডলাইন প্রকাশ করেছে। সেখানে জনসাধারণের জন্য একগুচ্ছে নির্দেশিকা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে এবার ওড়িশায় দুর্গা পুজো আয়োজনে দর্শক ও পুজো কমিটিগুলিকে একগুচ্ছ নিয়ম মানতে হবে। দেখে নিন ওড়িশা সরকারের দুর্গা পুজো গাইডলাইন-
১. সাত জনের বেশি প্যান্ডেলে প্রবেশ করতে পারবেন না।
২. এই বছর ভাসানে কোনও জাঁকজমকপূর্ণ আয়োজন করা যাবে ন। প্রতিমা নিরঞ্জন হবে একেবারে সাদামাটা।
৩. প্রতিমা নিরঞ্জনের সময় মাইক ব্যবহার করা চলবে না।
৪. চার ফিটের বেশি উঁচু প্রতিমা প্যান্ডেলে রাখা যাবে না।
৫. কোভিড প্রোটোকল মানতে হবে দর্শকদের। মাস্ক পরতে হবে। স্যানিটইজার ব্যবহার করতে হবে। সমাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৬. জেলাশাসকদের থেকে পুজো কমিটিগুলিকে অনুমতি নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুজো আয়োজনের সব দিক খতিয়ে দেখবে।
৭. এবার পুজো উপলক্ষে কোনও জলসার আয়োজন করা যাবে না। কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে না।
৮. পুজোর সময় মণ্ডপে বেশি ভিড় করা চলবে না।
এই সমস্ত নিয়ম না মানলে রাজ্য সরকার সংশ্লিষ্ট কমিটি ও ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। বৃহস্পতিবারই ওড়িশায় ৩৯৯১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ওড়িশায় এখন মোট আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৪০ হাজার। মারা গিয়েছেন ৫৯১ জন। ২২.৭৩ লাখ মানুষের টেস্ট হয়েছে ইতিমধ্যে।