গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন যুবককে
দাদরি কাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মাঝেই প্রায় একইরকম ঘটনা ঘটল হিমাচল প্রদেশে। গরু পাচারের গুজব ছড়িয়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরঙ দলের নাম জড়িয়েছে।
![গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন যুবককে গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন যুবককে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/17/43736-goru.jpg)
ওয়েব ডেস্ক: দাদরি কাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মাঝেই প্রায় একইরকম ঘটনা ঘটল হিমাচল প্রদেশে। গরু পাচারের গুজব ছড়িয়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরঙ দলের নাম জড়িয়েছে।
গতকাল সিরমাউর জেলার সরাহান গ্রাম দিয়ে, ছোট ট্রাকে বেশ কয়েকটি গরু ও ষাঁড় নিয়ে যাচ্ছিলেন নোমান নামে বছর ২৮-এর এক যুবক। গরু পাচারকারী সন্দেহে তাঁর ট্রাকের পিছনে ধাওয়া করে বজরঙ দলের কয়েকজন কর্মী। সঙ্গী হন গ্রামবাসীরা। বিপদ বুঝে স্থানীয় একটি জঙ্গলে ঢুকে ট্রাকটি ফেলে লুকিয়ে পড়েন নোমান। অভিযোগ, তাঁকে খুঁজে বের করে বেধড়ক মারতে শুরু করেন বজরঙ দলের কর্মীরা। আহত হন ট্রাকে থাকা আরও চারজন। পরে পুলিস গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে, নোমানকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।