কেরলে পৌঁছলেন মোদী, বন্যাদুর্গতদের টুইটে সমবেদনা মমতার

শনিবার সকালে এক টুইটে মমতা লেখেন, কোনও শব্দই যথেষ্ট নয়। কেরলের সমস্ত ভাই - বোনকে বলছি, তোমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করছি আমারা। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। বন্যার সঙ্গে যাঁরা লড়াই করছেন তাঁদের বিধাতা শক্তি দিন। 

Updated By: Aug 18, 2018, 09:21 AM IST
কেরলে পৌঁছলেন মোদী, বন্যাদুর্গতদের টুইটে সমবেদনা মমতার

নিজস্ব প্রতিবেদন: কেরলে বন্যায় নিহতদের পরিজনদের শোকে তাঁদের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে এক টুইটে কেরলের বন্যাদুর্গত মানুষকে সমবেদনা জানিয়েছেন তিনি। ওদিকে শনিবারই বন্যা বিপর্যস্ত কেরলের পরিস্থিতি ঘুরে দেখার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অন্ত্যেষ্টি মিটতে শুক্রবার রাতেই দক্ষিণের এই রাজ্যে পাড়ি দিয়েছেন নরেন্দ্র মোদী। 

 

শনিবার সকালে এক টুইটে মমতা লেখেন, কোনও শব্দই যথেষ্ট নয়। কেরলের সমস্ত ভাই - বোনকে বলছি, তোমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করছি আমারা। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। বন্যার সঙ্গে যাঁরা লড়াই করছেন তাঁদের বিধাতা শক্তি দিন। 

কেরলে বন্যা পরিস্থিতি দেখতে রওনা দিলেন প্রধানমন্ত্রী, মৃতের সংখ্যা বেড়ে ৩২৪

গত এক সপ্তাহ ধরে ভয়াবহ বন্যায় ভাসছে কেরল। সেরাজ্যের অন্তত ৫টি জেলা বন্যা বিপর্যস্ত। শনিবার পর্যন্ত কেরলে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪। বন্যার জেরে বন্ধ রাখা হয়েছে কোচি আন্তর্জাতিক বিমানবন্দর। ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছে সেনা ও বিপর্যয় মোকাবিলা দল। তাতেও রোখা যায়নি মৃত্যুমিছিল। জলের তোড়ে ভেসে, বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। বন্যা বিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে কয়েক লক্ষ মানুষকে। 

ওদিকে শনিবার কেরলের বন্যা পরিস্থিতি ঘুরে দেখার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুর্যোগের মধ্যেই কোচি পৌঁছেছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে যান সেরাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 

  

.