মোদীর মুখে 'জয় শ্রী রাম' শুনে গোঁসা ওয়াইসির, বললেন, কমিশন ব্যবস্থা নিক
বুধবার অযোধ্যায় সভা করেন নরেন্দ্র মোদী।
![মোদীর মুখে 'জয় শ্রী রাম' শুনে গোঁসা ওয়াইসির, বললেন, কমিশন ব্যবস্থা নিক মোদীর মুখে 'জয় শ্রী রাম' শুনে গোঁসা ওয়াইসির, বললেন, কমিশন ব্যবস্থা নিক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/02/190549-717128-modi-owaisi.jpg)
নিজস্ব প্রতিবেদন: অযোধ্যায় সভায় 'জয় শ্রী রাম' বলে ভাষণ শুরু করেছেন নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর মুখে 'জয় শ্রী রাম' স্লোগান শুনে না-খুশ আসাউদ্দিন ওয়াইসি। তাঁর কথায়, হিন্দুত্বের আদর্শ প্রচার করছেন মোদী। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নির্বাচন কমিশনের''।
এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসির কথায়, ''প্রধানমন্ত্রী আস্থা বাঁচানোর কথা বলছেন। অথচ তাঁর সংবিধান বাঁচানোর কথা বলা উচিত। এটা হিন্দুত্বের আদর্শ। নির্বাচনী আচরণবিঘি লঙ্ঘন করেছেন উনি। এতটা নীচে নেমেছে গিয়েছেন। উন্নয়ন দেখাতে পারছেন না। বেকারত্ব বেড়েছে। নোটবন্দির নামে দেশকে ধ্বংস করেছেন। চার ঘণ্টা ঘুমানোর পর পুলওয়ামার মতো ঘটনা ঘটেছে''।
ধর্মীয় সুড়সুড়ি দিয়ে ওয়াইসি বলেন,''আমি যদি ইসলামের নামে ভোট চাইতাম তাহলে আকাশ ভেঙে পড়ত। এখন আস্থার কথা বলছেন মোদী। উনিই দেশের এখন পবিত্রতম ব্যক্তি। তাই কেউ কিছু বলছে না। এই ধরনের মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের উচিত ওনাকে নোটিস পাঠানো''।'
বুধবার অযোধ্যায় সভা করেন নরেন্দ্র মোদী। তবে রাম মন্দির নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি প্রধানমন্ত্রী। অযোধ্যাকে মর্যাদা পুরুষত্তোম-এর শহর বলে উল্লেখ করে মোদী। জয় শ্রীরাম ধ্বনিও দেন।
আরও পড়ুন- ফণির জেরে কলকাতায় বিপদে পড়লে কোন নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে সাহায্য?