মোদীকে নকল করে 'ডাবস্ম্যাশ', অভিনব প্রচারে লালু
বিহারে বিধানসভা ভোটের আগে অভিনব প্রচারে লালু প্রসাদ যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা খর্ব করতে এবার তাকে নিয়ে হাস্যকর ডাবস্ম্যাশে মেতে উঠলেন লালু।
![মোদীকে নকল করে 'ডাবস্ম্যাশ', অভিনব প্রচারে লালু মোদীকে নকল করে 'ডাবস্ম্যাশ', অভিনব প্রচারে লালু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/06/43434-laludubsmash.jpg)
ওয়েব ডেস্ক: বিহারে বিধানসভা ভোটের আগে অভিনব প্রচারে লালু প্রসাদ যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা খর্ব করতে এবার তাকে নিয়ে হাস্যকর ডাবস্ম্যাশে মেতে উঠলেন লালু।
দাদরি কাণ্ডের পর সারা দেশে যখন সন্ত্রাসের আবহাওয়া সেই অবস্থায় বিহার ভোটে লালু চাঁচাছোলা প্রচারে নামবেন এমনটাই আশা করা গিয়েছিল। কিন্তু সেইসব থেকে একেবারে দূপে সরে এসে ডাবস্ম্যাশে তাকে নিয়ে কৌতূতপূর্ণ কটাক্ষে নামলেন লালু। টুইটারে সেই ভিডিও পোস্টও করেছেন লালু।
क्या हुआ तेरा वादा ,वो कसम वो इरादा, वादे है वादों का क्या, चुनाव जीत गए उसके बाद तू कौन और तेरा क्या #LaluDubsmash https://t.co/M23l6Q0yHf
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) October 2, 2015
তবে এই প্রথম নয়, বেশ কিছুদিন আগে পাটনায় স্বাভিমান মিছিলে মোদীকে নকল করে বক্তৃতাও দেন লালু।