ডিজাইনার আউটফিটে সচিন তেণ্ডুলকারের সঙ্গে ক্রিকেট খেলেন কেট!
প্রথমবার ভারতে সফরে উইলিয়াম-কেট। সাতদিনের সফরে আজ দুপুরেই মুম্বই পৌছছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। ছাব্বিশ এগারোর জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান রাজ দম্পতি। ঘুরে দেখেন তাজ হোটেল। কথা বলেন হামলার সময় দায়িত্বে থাকা হোটেল স্টাফদের সঙ্গে। সেখান থেকে সোজা ওভাল গ্রাউন্ডে চলে যান উইলিয়াম-কেট। ডিজাইনার অনিতা ডোংরের ডিজাইনার আউটফিটে সচিন তেণ্ডুলকারের সঙ্গে ক্রিকেট খেলেন কেট। দিল্লি থেকে আগ্রা যাবেন রাজ দম্পতি। ঘুরে দেখবেন তাজমহল। এছাড়া অসমে কাজিরাঙ্গা অভয়ারণ্যও ঘুরে দেখবেন উইলিয়াম-কেট।
![ডিজাইনার আউটফিটে সচিন তেণ্ডুলকারের সঙ্গে ক্রিকেট খেলেন কেট! ডিজাইনার আউটফিটে সচিন তেণ্ডুলকারের সঙ্গে ক্রিকেট খেলেন কেট!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/10/53102-kate10-4-16.jpg)
ওয়েব ডেস্ক: প্রথমবার ভারতে সফরে উইলিয়াম-কেট। সাতদিনের সফরে আজ দুপুরেই মুম্বই পৌছছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। ছাব্বিশ এগারোর জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান রাজ দম্পতি। ঘুরে দেখেন তাজ হোটেল। কথা বলেন হামলার সময় দায়িত্বে থাকা হোটেল স্টাফদের সঙ্গে। সেখান থেকে সোজা ওভাল গ্রাউন্ডে চলে যান উইলিয়াম-কেট। ডিজাইনার অনিতা ডোংরের ডিজাইনার আউটফিটে সচিন তেণ্ডুলকারের সঙ্গে ক্রিকেট খেলেন কেট। দিল্লি থেকে আগ্রা যাবেন রাজ দম্পতি। ঘুরে দেখবেন তাজমহল। এছাড়া অসমে কাজিরাঙ্গা অভয়ারণ্যও ঘুরে দেখবেন উইলিয়াম-কেট।