Karnataka Minister Slaps Woman: জমির পাট্টা বিলির অনুষ্ঠানে তর্কাতর্কি, মহিলাকে কষিয়ে থাপ্পড় মন্ত্রীর
রণদীপ সিং সুরজেওয়ালা ওই থাপ্পড় মারার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে লিখেছেন, বিজেপির এই মন্ত্রীর উদ্ধত্য মাথায় উঠে গিয়েছে। উনি এক মহিলাকে মেরে মাটিতে ফেলে দিয়েছেন। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মহিলাদের সম্মান দেওয়ার কথা বলেন। আর মহিলাদের সঙ্গে এভাবেই আপনারা ব্যবহার করেন?
![Karnataka Minister Slaps Woman: জমির পাট্টা বিলির অনুষ্ঠানে তর্কাতর্কি, মহিলাকে কষিয়ে থাপ্পড় মন্ত্রীর Karnataka Minister Slaps Woman: জমির পাট্টা বিলির অনুষ্ঠানে তর্কাতর্কি, মহিলাকে কষিয়ে থাপ্পড় মন্ত্রীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/10/23/393876-2.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সরকারি অনুষ্ঠানে জমির পাট্টা বিলি করতে গিয়ে গুরুতর কাণ্ড ঘটিয়ে বসলেন কর্ণাটকের মন্ত্রী ভি সোমানা। মন্ত্রীর সেই কীর্তিকলাপ ধরা পড়ল সাংবাদমাধ্যমের ক্যামেরায়। শনিবার রাজ্যের সোমানা ওই জমির পাট্টা বিলির অনুষ্ঠানে গিয়েছিলেন হাঙ্গালা গ্রামে। সেখানেই এক মহিলার সঙ্গে মন্ত্রীর তর্ক বেধে যায়। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন মন্ত্রী। সবার সামনেই জোরাল থাপ্পড় কিষেয় দেন ওই মহিলার গালে। ওই ঘটনার পর অবশ্য দেখা যায় ওই মহিলা মন্ত্রীকে প্রণাম করছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, পরে ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছেন মন্ত্রীমশায়।
আরও পড়ুন-সৌরভ কী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন? দেখুন কী বলছেন গৌতম ভট্টাচার্য
বিজেপির ওই মন্ত্রীর কাণ্ডে তাঁর পদত্যাগের দাবি করেছে কংগ্রেস। দলের নেতা রণদীপ সিং সুরজেওয়ালা ওই থাপ্পড় মারার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে লিখেছেন, বিজেপির এই মন্ত্রীর উদ্ধত্য মাথায় উঠে গিয়েছে। উনি এক মহিলাকে মেরে মাটিতে ফেলে দিয়েছেন। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মহিলাদের সম্মান দেওয়ার কথা বলেন। আর মহিলাদের সঙ্গে এভাবেই আপনারা ব্যবহার করেন? প্রধানমন্ত্রীজি আপনি কি ওই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা করবেন! রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এনিয়ে নিশানা করেছেন সুরজেওয়ালা। বলেছেন, নিজের মন্ত্রীকে এভাবে বিগড়ে দেওয়ার জন্য দায়ী খোদ বাসবরাজ বোম্মাই। কর্ণাটকের ওই এলাকা সরকারি জমির পাট্টা বিলি করছিলেন সোমানা। বিকেল সাড়ে তিনটেয় অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে পৌঁছন ২ ঘণ্টা দেরিতে।
রাজ্যের মন্ত্রীর এরকম আচরণ এই প্রথম নয়। গত বছর ডিসেম্বরে জে সি মধুস্বামী এক অনুষ্ঠানে এক মহিলা চাষির সঙ্গে দুর্বব্যবহার করেন। গত সেপ্টেম্বরে বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালি এক মহিলাকে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি দেন। ওই মহিলার কিছু সম্পত্তি ভেঙে ফেলছিল সরকার। তার প্রতিবাদ করাতেই ওই বিজেপি নেতা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। এর আগে জনতা দল সেকুলার-এর এক নেতা কর্ণাটকের এক কলেজ প্রিন্সিপ্যালকে প্রকাশ্যে চড় মারেন।