কাশ্মীরে ৯ ঘণ্টা পণবন্দি করে রেখে ১২ বছরের নাবালককে খুন করল জঙ্গিরা

মাত্র ১২ বছরের নাবালককেও ছাড়ল না জঙ্গিরা। টানা ৯ ঘণ্টা পণবন্দি করে রাখার পর বান্দিপোরার এক বালককে নৃশংস ভাবে খুন করল ২ জঙ্গি।

Updated By: Mar 23, 2019, 11:16 AM IST
কাশ্মীরে ৯ ঘণ্টা পণবন্দি করে রেখে ১২ বছরের নাবালককে খুন করল জঙ্গিরা

নিজস্ব প্রতিবেদন: মাত্র ১২ বছরের নাবালককেও ছাড়ল না জঙ্গিরা। টানা ৯ ঘণ্টা পণবন্দি করে রাখার পর বান্দিপোরার এক বালককে নৃশংস ভাবে খুন করল ২ জঙ্গি।

আরও পড়ুন-বিড়ির আগুন থেকে হাওড়া-ফলকনুমা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার রাত থেকেই বান্দিপোরার হাজ্জিন গ্রামে আতিফ মির ও তারা কাকা আবদুল হামিদকে একটি ঘরে পণবন্দি করে রাখে জঙ্গিরা। নিরাপত্তাবাহিনী গ্রাম ঘিরে ফেলার পরই ওই কৌশল নেয় জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। তখনও আশা ছাড়েননি আতিফের মা সরিফা জান। সেনার লাউড স্পিকার থেকে তিনি বারবার জঙ্গিদের উদ্দেশ্যে ছেলেকে ছেড়ে দেওয়ার আবেদন জানাতে থাকেন। শুক্রবার বিকেলে যখন গুলির লড়াই শেষ হয় তখন তাঁর আশা শেষ হয়ে যায়। ঘর থেকে উদ্ধার হয় আতিফের পোড়া দেহ।

জম্মু ও কাশ্মীর পুলিসের মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, লস্করের ২ জঙ্গি ২ জনকে পণবন্দি করে। এদের মধ্যে আতিফ নামে এক নাবালককে নৃশংসভাবে খুন করে জঙ্গিরা। দুই জঙ্গি এনকাউন্টারে খতম হয়েছে।

আতিফের মা সরিফা জান সংবাদমাধ্যমে জানিয়েছেন, সারা রাত দেওয়া করেছি। ১২ বছরের একটি ছেলেকে কে মারবে! ওদের কাছে বারবার ছেলেকে ছেড়ে দেওয়ার কাতর আর্তি জানিয়েছিলাম। কিন্তু ওকে ওরা ছাড়েনি।

আরও পড়ুন-শহিদ ভগত্ সিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে বড় ভুল কংগ্রেসের

আতিফের বাবা সফি মির জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে দোকানে বসেছিলাম। সেসময় গ্রাম ঘিরে ফেলে সেনা। জঙ্গিরা হয়তো ভেবেছিল আমার ছেলেকে পণবন্দি করলে বাঁচতে পারবে। কিন্তু শেষপর্যন্ত ছেলেকে ওরা ছাড়েনি।

.