ঝাড়খণ্ডে গোমাংসকাণ্ডে ব্যবসায়ীকে পিটিয়ে খুনের ঘটনায় ১১ জনের যাবজ্জীবন
গোমাংস বহন করার সন্দেহে সংখ্যালঘু ব্যবসায়ীকে পিটিয়ে খুন। ১১জন দোষীর শাস্তি ঘোষণা করল ফাস্ট ট্র্যাক আদালত।
![ঝাড়খণ্ডে গোমাংসকাণ্ডে ব্যবসায়ীকে পিটিয়ে খুনের ঘটনায় ১১ জনের যাবজ্জীবন ঝাড়খণ্ডে গোমাংসকাণ্ডে ব্যবসায়ীকে পিটিয়ে খুনের ঘটনায় ১১ জনের যাবজ্জীবন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/21/114108-jharkhand-lynching.jpg)
নিজস্ব প্রতিবেদন: গোমাংস বহনের সন্দেহে ঝাড়খণ্ডের মাংস ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা দেওয়া হল ১১জনকে। ফাস্ট ট্র্যাক আদালতের এই রায়ে শাস্তি প্রাপ্তদের তালিকায় রয়েছে বিজেপির এক স্থানীয় নেতা।
গতবছর ২৯ জুন ঝাড়খণ্ডের রামগড়ের বাজারের টান্ড এলাকায় আলিমুদ্দিন আনসারি নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে খুন করা হয়। ওই ব্যবসায়ী গাড়িতে গোমাংস নিয়ে যাচ্ছিলেন, এই সন্দেহের বশে তাঁর উপরে চড়াও হয়েছিল দুষ্কৃতীরা। পরে অবশ্য ফরেনসিক পরীক্ষার পর জানা যায়, গাড়িতে গোমাংস ছিল। উল্লেখ্য, ঝাড়খণ্ডে গোমাংস বিক্রি নিষিদ্ধ।
এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছিল পুলিস। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক। তাঁকে সাবালক হিসেবেই বিচারের আবেদন জানানো হয়েছে আদালতে। ভারতীয় দণ্ডবিধির ১৪৭ (সংঘর্ষ), ১৪৮ (আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষ) ও ১৪৯ (বেআইনি জমায়েত) ধারায় ১১জনকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক ওম প্রকাশ। এই ১১ জনের মধ্যে রয়েছেন বিজেপির স্থানীয় মিডিয়া ইনচার্জ নিত্যানন্দ মাহাতে।
আরও পড়ুন- ফেসবুক ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নির্বাচন জিততে চাইছে কংগ্রেস? প্রশ্ন রবিশঙ্করের