শ্রীনগরে আধা সামরিক বাহিনীর উপরে জঙ্গি হামলা, শহিদ ২ জওয়ান
জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।
![শ্রীনগরে আধা সামরিক বাহিনীর উপরে জঙ্গি হামলা, শহিদ ২ জওয়ান শ্রীনগরে আধা সামরিক বাহিনীর উপরে জঙ্গি হামলা, শহিদ ২ জওয়ান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/25/313028-crpf-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের শ্রীনগরের লাওায়পোরা এলাকায় আধা সামরিক বাহিনীর উপরে গামলা করল সন্ত্রাসবাদীরা। জঙ্গিদের লাগে ৪ জওয়ানের। তাঁদের নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে। সেখানে দু'জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর গোটা এলাকায় তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী।
কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন দু'জন জওয়ান। জখম হয়েছেন দুই। হামলা চালিয়েছে লস্কর-ই-তৈবা। সিআরপিএফ সূত্রে খবর, শ্রীনগরের লাওায়পোরায় বাহিনীর উপরে হামলা চালায় জঙ্গিরা। তাঁদের নিয়ে যাওয়া হয় বেস হাসপাতালে।
জওয়ানরা ছিলেন সিআরপিএফের ৭৩ ব্যাটলিয়নের। তাঁরা শ্রীনগর-বারমুলার জাতীয় সড়কে 'টহলগাপরি ছিলেন। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।
আরও পড়ুন- 'সংখ্যালঘুর ভোট ভাগ করতে টাকা দিয়ে নতুন দল এনেছে BJP', নাম না করেই ISF-কে তোপ মমতার