নিশ্চিন্ত থাকুন! আধারের সঙ্গে লিংক না করলেও, আপনার PAN কার্ডটি বাতিল হচ্ছে না

আধারের সঙ্গে PAN কার্ড লিংক করা বাধ্যতামূলক করেছে আয়কর দফতর। সেইসঙ্গে ১ জুলাই থেকে নতুন প্যান কার্ডের আবেদনের ক্ষেত্রেও ১২ ডিজিটের আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক করেছে কেন্দ্র। আয়কর দফতর জানিয়েছে, আধারের সঙ্গে প্যান কার্ড লিংক করা না থাকলে, ১ জুলাই থেকে করদাতারা অনলাইনে তাদের আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন না। কিন্তু এই ঘোষণা ঘিরেই দেখা দিয়েছে বিভ্রান্তি।

Updated By: Jun 30, 2017, 02:59 PM IST
নিশ্চিন্ত থাকুন! আধারের সঙ্গে লিংক না করলেও, আপনার PAN কার্ডটি বাতিল হচ্ছে না

ওয়েব ডেস্ক : আধারের সঙ্গে PAN কার্ড লিংক করা বাধ্যতামূলক করেছে আয়কর দফতর। সেইসঙ্গে ১ জুলাই থেকে নতুন প্যান কার্ডের আবেদনের ক্ষেত্রেও ১২ ডিজিটের আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক করেছে কেন্দ্র। আয়কর দফতর জানিয়েছে, আধারের সঙ্গে প্যান কার্ড লিংক করা না থাকলে, ১ জুলাই থেকে করদাতারা অনলাইনে তাদের আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন না। কিন্তু এই ঘোষণা ঘিরেই দেখা দিয়েছে বিভ্রান্তি।

জনমানসের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যে, ১ জুলাইয়ের মধ্যে আধারের সঙ্গে প্যান লিংক করা না হলে বাতিল হয়ে যাবে প্যান কার্ডটি। যা এককথায় খারিজ করে দিয়েছে আযকর দফতর। কোনওভা্বেই কোনও প্যান কার্ড বাতিল হবে না, বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে দফতরের তরফে। সেইসঙ্গে আরও জানানো হয়েছে, যাঁরা ১ জুলাইয়ের মধ্যে আধার-প্যান লিংক করতে পারলেন না, তাঁরা অনলাইনে আয়কর রিটার্ন ফাইল করার সময় ১২ ডিজিটের আধার নম্বরটি উল্লেখ করে দিতে পারেন। যার মাধ্যমেও আপনার প্যান কার্ডটি আধারের সঙ্গে লিংক হয়ে যাবে।

আরও পড়ুন, প্যান কার্ডের আবেদনের সময় বাধ্যতামূলক হল আধার

.