গত ৩ বছরে ২৩৯ উপগ্রহ উত্ক্ষেপণ করে ৬,২৮৯ কোটি টাকা আয় করেছে ইসরো
জিতেন্দ্র সিং বলেন, সরকার ইতিমধ্যেই নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড(এনএসআইএল)নামে একটি সংস্থা তৈরি করেছে। এর উদ্দেশ্য হল ইসরোর গবেষণা ও উদ্ভাবন বাণিজ্যিক কাজে ব্যবহার করা
![গত ৩ বছরে ২৩৯ উপগ্রহ উত্ক্ষেপণ করে ৬,২৮৯ কোটি টাকা আয় করেছে ইসরো গত ৩ বছরে ২৩৯ উপগ্রহ উত্ক্ষেপণ করে ৬,২৮৯ কোটি টাকা আয় করেছে ইসরো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/07/24/201964-7.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিদেশি উপগ্রহ উত্ক্ষেপণ করে বিপুল আয় করেছে ইসরো। আয়ের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে। গত ৩ বছরে ২৩৯টি উপগ্রহ উত্ক্ষেপণ করেছে ইসরোর বাণিজ্যক শাখা অ্যান্ট্রিক্স করপোরেশন লিমিটেড। এর থেকে মোট আয় ৬,২৮৯ কোটি টাকা।
আরও পড়ুন-'বুদ্ধিজীবীরা তৃণমূলের কেনা গোলাম, জয় শ্রী রাম বলায় গণধোলাইয়ে মৃত্যু নিয়ে চুপ কেন?'
লোকসভায় এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর দফতরের মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, সরকার ইতিমধ্যেই নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড(এনএসআইএল)নামে একটি সংস্থা তৈরি করেছে। এর উদ্দেশ্য হল ইসরোর গবেষণা ও উদ্ভাবন বাণিজ্যিক কাজে ব্যবহার করা।
জিতেন্দ্র সিং বলেন, এনএসআইএল তৈরিই হয়েছে দুনিয়ায় ভারতীয় মহাকাশ গবেষণার ক্রমবর্ধমান চাহিদার ওপরে নির্ভর করে। সংস্থার কাজই হল আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ করা।
আরও পড়ুন-কলকাতার বাসে শর্টস পরে যৌন হেনস্থার শিকার হয়েছিলাম, রাজ্যসভায় বললেন ডেরেক
গত তিন বছরে ইসরোর আয়ের হিসেব দিতে গিয়ে জিতেন্দ্র সিং বলেন, বাণিজ্যিকভাবে মোট ২৩৯টি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে অ্যান্ট্রিক্স করপোরেশন লিমিটেড। গত তিন বছরে ওইসব উপহগ্রহ উত্ক্ষেপণ থেকে আয় হয়েছে ৬,২৮৯.০৫ টাকা।