কাশ্মীরে নতুন করে অশান্তির আশঙ্কায় ফের বন্ধ ইন্টারনেট পরিষেবা
১২ ঘণ্টার মধ্যে ফের ইন্টারনেট পরিষেবা বন্ধ জম্মু ও কাশ্মীরে। হিজবুল নেতা সবজর আহমেদের মৃত্যুর পর নতুন করে সেখানে হিংসা ছড়াতে পারে বলে আশঙ্কা করেই সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা।
![কাশ্মীরে নতুন করে অশান্তির আশঙ্কায় ফের বন্ধ ইন্টারনেট পরিষেবা কাশ্মীরে নতুন করে অশান্তির আশঙ্কায় ফের বন্ধ ইন্টারনেট পরিষেবা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/27/86560-dlfjldfjkldfjldjfjldjljdfld.jpg)
ওয়েব ডেস্ক : ১২ ঘণ্টার মধ্যে ফের ইন্টারনেট পরিষেবা বন্ধ জম্মু ও কাশ্মীরে। হিজবুল নেতা সবজর আহমেদের মৃত্যুর পর নতুন করে সেখানে হিংসা ছড়াতে পারে বলে আশঙ্কা করেই সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা।
আরও পড়ুন- সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হিজবুল মুজাহিদিন কমান্ডার সবজর বাট
গত একমাস ধরে কাশ্মীর উপত্যকা জুড়ে বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। গতকালই ফের সেই পরিষেবা চালু হয়। কিন্তু, তারপরই নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় সবজর আহমেদের।
২০১৬র ৮ই জুলাই বুরহান ওয়ানির মৃত্যুর পর কমান্ডারের দায়িত্ব পায় সবজর । এদিকে আজ জম্মু-কাশ্মীরের রামপুর সেক্টরে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। সেনার গুলিতে খতম হয়েছে ৬ জঙ্গি । লুকিয়ে থাকা আরও জঙ্গির খোঁজে তল্লাসি চালায় সেনাবাহিনী।