ভোটদানে উত্সাহ দিতে লিটারপিছু পেট্রোলে ১ টাকা ছাড় কর্ণাটকে
সাতটা থেকে কর্ণাটক বিধানসভার ২২২টি আসনের জন্য শুরু হয়েছে ভোটগ্রহণ।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকের বেলগাভিতে ভোটদানের হার বাড়াতে অভিনব উদ্যোগ নিল ইন্ডিয়ান অয়েল। প্রতি লিটার পেট্রোলে ছাড়ের ঘোষণা করল এই রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থা।
ভোটদানে উত্সাহ দিতে লিটারপিছু পেট্রোলে ১ টাকা ছাড় ঘোষণা করেছে ইন্ডিয়ান অয়েল। কর্ণাটকে প্রতি লিটার পেট্রোলের দাম ৭৫.৮৬ টাকা। তা এক টাকা কমে মিলছে ৭৪.৮৬ টাকায়।
শনিবার সকাল সাতটা থেকে কর্ণাটক বিধানসভার ২২২টি আসনের জন্য শুরু হয়েছে ভোটগ্রহণ। আগামী ১৫ মে ভোটগণনা। দুপুর একটা পর্যন্ত ভোটদানের হার ৩৬.০৮ শতাংশ।
কর্ণাটকে তুল্যমূল্য লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে সবকটি নির্বাচনী সমীক্ষাই। বিজেপির চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে কংগ্রেস। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ইতিমধ্যেই দাবি করেছেন, ১৩০টিরও বেশি আসন পাবেন তাঁরা।
আরও পড়ুন- গুগল ও ওয়াইফাই বদলে দিয়েছে জীবন, সাফল্যের কাহিনি শোনালেন কেরলের কুলি