তৈরি সেনা, মালদ্বীপের রাজনৈতিক সংকট নিরসনে হস্তক্ষেপ করতে পারে ভারত!

আপাতকালীন পরিস্থিতিতে মালদ্বীপ থেকে ভারতীয় প‌র্যটকদের ফিরিয়ে আনতে সেনার সাহা‌য্য চাওয়া হতে পারে

Updated By: Feb 7, 2018, 10:19 AM IST
তৈরি সেনা, মালদ্বীপের রাজনৈতিক সংকট নিরসনে হস্তক্ষেপ করতে পারে ভারত!

নিজস্ব প্রতিবেদন: মালদ্বীপ চাইলে সেখানকার রাজনৈতিক সংকটে ‌ যে কোনও প্রয়োজনে হস্তক্ষেপ করতে পরে ভারত। এর জন্য ভারতীয় সেনাকে তৈরি রাখা হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবর।

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুয়ায়ী ‌যে কোনও আপাতকালীন পরিস্থিতিতে মালদ্বীপ থেকে ভারতীয় প‌র্যটকদের ফিরিয়ে আনতে সেনার সাহা‌য্য চাওয়া হতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, মালদ্বীপের পরিস্থিতির উপরে নজর রেখে চলেছে সেনা।

আরও পড়ুন-বিপদে সোনুর জীবন, বাড়ানো হল নিরাপত্তা

এদিকে ভারতীয় নৌবাহিনীর বেশ কয়েকটি ‌যুদ্ধজাহাজকেও তৈরি রাখা হয়েছে। প্রয়োজনে তলব করা হতে পারে ওইসব ‌যুদ্ধজাহাজকেও। মালদ্বীপের উপকূলবর্তী এলকায় নজরদারির জন্য প্রয়োজনীয় প্র‌যুক্তি সরবারহ করে ভারত। ফলে ইতিমধ্যেই সেখানে বেশকয়েকজন প্রতিরক্ষা আধিকারিক রয়েছেন। তাঁরাও দ্বীপরাষ্ট্রটির রাজনৈতিক সংকটের উপরে নজর রাখছেন।

উল্লেখ্য, মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি সহ অধিকাংশ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় মালদ্বীপের সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেই গ্রেফতার করেছেন বর্তমান রাষ্ট্রপতি। জারি করেছেন রাষ্ট্রপতি শাসন।

.