এপ্রিলেই ভারতের বাজারে আসছে দুনিয়ার সবচেয়ে স্বচ্ছ পেট্রোল-জিজেল

দেশে চালু হচ্ছে ইউরো-৬ মানের পেট্রোল। এই পেট্রোলে সালফারের মাত্রা রয়েছ মাত্র ১০ পিপিএম।

Updated By: Feb 19, 2020, 03:43 PM IST
এপ্রিলেই ভারতের বাজারে আসছে দুনিয়ার সবচেয়ে স্বচ্ছ পেট্রোল-জিজেল

নিজস্ব প্রতিবেদন: জ্বলানীর ব্যবহারে বিপ্লব। ১ এপ্রিল থেকে ভারতে চালু হচ্ছে Euro-VI এমিশন কমপ্লায়েন্ট পেট্রোল-ডিজেল।

বর্তমানে দেশে ব্যবহার হয় ইউরো-৪ মানের পেট্রোল-ডিজেল। মাত্র তিন বছরের মধ্যে ওই জায়গায় থেকে এই জায়গায় পৌঁছতে পারল ভারত। এপ্রিল মাস থেকে ভারতই হবে দুনিয়ার একমাত্র দেশ যেখানে ব্যবহার হবে দুনিয়ার সবচেয়ে স্বচ্ছ পেট্রোল ও ডিজেল।

আরও পড়ুন-শেষযাত্রায় সাহেব, প্রিয় 'দাদা'কে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন ঋতুপর্ণা-রচনা

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিং সংবাদমাধ্যমে জানিয়েছেন, দেশের অধিকাংশ শোধনাগারই এই ইউরো-৬ মানের পেট্রোল-ডিজেল উত্পাদন শুরু করে দিয়েছে। ইউরো-৪ মানের পেট্রোলের তুলনায় ইউরো-৬ মানের পেট্রোলে সালফারের মাত্রা অনেকটাই কম থাকে। ধীরে ধীরে ইউরো-৬ মানের পেট্রোল-ডিজেল গোটা দেশেই চালু হয়ে যাবে।

দেশে জ্বালানী তেলের বাজারের প্রায় অর্ধেকটাই দখলে রয়েছে আইওসির। সংস্থার চেয়ারম্যান সঞ্জীব সিং আরও বলেন, ১ এপ্রিল থেকেই  ইউরো ৬ মানের পেট্রোল সরবারহ শুরু হয়ে যাবে। ঠিক সময়ে তা ডিপোগুলিতে পৌঁছেও যাবে।

আরও পড়ুন-'কেন্দ্রের এজেন্সির অত্যাচারে ক্ষতবিক্ষত, রাজনৈতিক প্রতিহিংসাতেই মৃত্যু তাপসের', বিস্ফোরক মমতা

উল্লেখ্য, ২০১০ সালে ভারতে চালু হয় ইউরো-৩ মানের পেট্রোল। এর মধ্যে সালফারের মাত্রা ছিল ৩৫০ পার্টস পার মিলিয়ন। তার পর ৭ বছর পর ভারতের বাজারে চালু হয় ইউরো-৪ মানের পেট্রোল। এই মানের পেট্রোলে সালফারের মাত্রা রয়েছে ৫০ পিপিএম। আর তার মাত্র তিন বছর পরই দেশে চালু হচ্ছে ইউরো-৬ মানের পেট্রোল। এই পেট্রোলে সালফারের মাত্রা রয়েছ মাত্র ১০ পিপিএম।

.