প্রয়োজনে আবারও সার্জিক্যাল স্ট্রাইক হবে পাকিস্তানের মাটিতে!
প্রয়োজনে আবারও সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলিকে।
ওয়েব ডেস্ক : প্রয়োজনে আবারও সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলিকে।
এই প্রথম সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সর্বদল বৈঠকে হাজির ছিলেন সেনা কর্তারা। আর সেখানেই তাদের পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়, প্রয়োজনে আবারও সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে।
আরও পড়ুন- শ্রীনগরে ফের জঙ্গিহানা SSB কনভয়ের উপর, মৃত ১ জওয়ান
সেনা আধিকারিক বিপীন রাওয়াত জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কয়েকটি নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে। সেখানে পরিষ্কার করে বলা ছিল, জঙ্গিরা ওই এলাকাতেই জমা হয়েছিল। আর সেখানে থেকে হামলা চালানোর জন্য তৈরি হচ্ছিল।
বৈঠকে উপস্থিত ছিলেন, সরকার পক্ষের সাংসদরা ছাড়াও কংগ্রেস ও অন্যান্য দলের সাংসদরা। সেখানেই সার্জিক্যাল স্ট্রাইকের তথ্য দেওয়ার পাশাপাশি, যথেষ্ট প্রমাণও দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।