ভাল আছেন ড্রিমগার্ল, দুর্ঘটনায় আহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন হেমা মালিনী
ভাল আছেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। আজই ছাড়া পান জয়পুর হাসপাতাল থেকে। হেমা মালিনীর কন্যা এষা দেওয়ল জানান, দুর্ঘটনায় আহত পরিবারকে সবরকমভাবে সাহায্য করা হবে।
![ভাল আছেন ড্রিমগার্ল, দুর্ঘটনায় আহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন হেমা মালিনী ভাল আছেন ড্রিমগার্ল, দুর্ঘটনায় আহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন হেমা মালিনী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/07/04/39809-hema4-7-15.jpg)
ওয়েব ডেস্ক: ভাল আছেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। আজই ছাড়া পান জয়পুর হাসপাতাল থেকে। হেমা মালিনীর কন্যা এষা দেওয়ল জানান, দুর্ঘটনায় আহত পরিবারকে সবরকমভাবে সাহায্য করা হবে।
হেমা মালিনীর বাড়ির সামনে সাংবাদিক বৈঠকে এষা আরও জানান আহত পরিবারের সাহায্য প্রসঙ্গে, তাঁর মা একজন নেত্রী হিসাবে সাহায্য করছেন না, মানবিক কারণেই পাশে রয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন হেমা মালিনী। মারা যায় এক চার বছরের শিশু কন্যা। গুরুতর আহত হয় হেমা মালিনীর ড্রাইভার সহ আরও তিন জনের। রাজস্থানের দৌসায় আগ্রা-জয়পুর হাইওয়েতে রাত ৯টা নাগাদ আচমকাই অঘটন ঘটে। উল্টো দিক থেকে আসা একটি অল্টো গাড়ির সঙ্গে সাংসদের মার্সিডিজের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ হয়।