নারকীয়! ৬ বছরের শিশুকে গণধর্ষণের পর শরীর থেকে বের করে নেওয়া হল যকৃৎ
স্ত্রীর সন্তানধারণের জন্য দরকার একটি শিশুর যকৃৎ। এমনই নারকীয় কুসংষ্কার থেকে অপহরণের ছক কষেছিল পরশুরাম কুরিল নামে এক ব্যক্তি।
![নারকীয়! ৬ বছরের শিশুকে গণধর্ষণের পর শরীর থেকে বের করে নেওয়া হল যকৃৎ নারকীয়! ৬ বছরের শিশুকে গণধর্ষণের পর শরীর থেকে বের করে নেওয়া হল যকৃৎ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/11/17/288947-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: কুসংষ্কার-গণধর্ষণ-শিশু হত্যা। নারকীয়তার সমস্ত নজির ছাপিয়ে গেল কানপুরের শিশু খুন। ৬ বছরের শিশুর গণধর্ষণ, খুনের পর বের করে নেওয়া হল যকৃৎ। শিউড়ে ওঠার মতো এই খুনের সঙ্গে তুক-তাকের ভ্রান্ত বিশ্বাসও জড়িয়ে আছে বলে পুলিস জানিয়েছে। স্ত্রীর সন্তানধারণের জন্য দরকার একটি শিশুর যকৃৎ। এমনই নারকীয় কুসংষ্কার থেকে অপহরণের ছক কষেছিল পরশুরাম কুরিল নামে এক ব্যক্তি।
আরও পড়ুন: হাওড়ার শিবপুরে ভরা বাজারে ২ বাইক আরোহীকে ঘিরে ধরে গুলি, নিহত ১
তার কথা মতো, দিওয়ালির রাতে ঘাতমপুর এলাকা থেকে ওই শিশুটিকে অপহরণ করে অনকূল কুরিল ও বীরেন নামে দুজন। জঙ্গলে নিয়ে গিয়ে তারা শিশুটিকে গণধর্ষণ করে। প্রথমে অনকূল ও বীরেনকে গ্রেফতার করে পুলিস। পরে সোমবার মূলচক্রী পরশুরামকে গ্রেফতার করা হয়। সব জেনেও চুপ করে ছিলেন এই অভিযোগে আটক করা হয়েছে পরশুরামের স্ত্রীকেও।