অতিবৃষ্টিতে বেহাল দশা সারা দেশের জনজীবনের
বৃষ্টিতে প্রায় সারা দেশেই এক জলছবি। অতিবৃষ্টিতে বেহাল দশা জনজীবনের। উত্তরপ্রদেশে বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এলাহাবাদে গঙ্গা-যমুনার সঙ্গমে জলস্তর উদ্বেগজনক হারে বাড়ছে। জলের তলায় আশেপাশের অঞ্চল। জলস্তর ভয়ঙ্কর হারে বেড়ে যাওয়ায়, গোন্ডা জেলায় ঘাগরা নদীর ওপর একটি ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
![অতিবৃষ্টিতে বেহাল দশা সারা দেশের জনজীবনের অতিবৃষ্টিতে বেহাল দশা সারা দেশের জনজীবনের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/10/62960-rain-10-8-16.jpg)
ওয়েব ডেস্ক: বৃষ্টিতে প্রায় সারা দেশেই এক জলছবি। অতিবৃষ্টিতে বেহাল দশা জনজীবনের। উত্তরপ্রদেশে বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এলাহাবাদে গঙ্গা-যমুনার সঙ্গমে জলস্তর উদ্বেগজনক হারে বাড়ছে। জলের তলায় আশেপাশের অঞ্চল। জলস্তর ভয়ঙ্কর হারে বেড়ে যাওয়ায়, গোন্ডা জেলায় ঘাগরা নদীর ওপর একটি ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
একটানা বৃষ্টিতে ভাসছে রাজস্থানের বিস্তীর্ণ এলাকাও। নিচু অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। ত্রাণ এবং উদ্ধারকাজ শুরু করা হয়েছে। বহু জায়গায় নেমেছে এনডিআরএফ দল। উত্তরে উত্তপ্ত জম্মু-কাশ্মীরেও বিপদসীমার ওপর দিয়ে বইছে একাধিক নদী। বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর চেহারা নিচ্ছে রাজৌরি জেলায়। রাস্তাঘাট জলের তলায়। প্রভাব পড়ছে যোগাযোগ ব্যবস্থায়। পঞ্জাবে পাঠানকোটেও টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। রেল রুটে বহু জায়গায় ধস নামায় ব্যহত ট্রেন চলাচল।