২৪ ঘণ্টা পার, শ্রীনগরে সিআরপিএফ ক্যাম্পে এখনও চলছে জঙ্গি-সেনা গুলির লড়াই

সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ কর্ণ নগরের সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় ২ জঙ্গি। দেখুন এনকাউন্টারের ছবি

Updated By: Feb 13, 2018, 10:54 AM IST
২৪ ঘণ্টা পার, শ্রীনগরে সিআরপিএফ ক্যাম্পে এখনও চলছে জঙ্গি-সেনা গুলির লড়াই

নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শ্রীনগরে সিআরপিএফ ক্যাম্পে লুকিয়ে থাকা জঙ্গিদের বের করে আনা গেল না। জঙ্গিরা লুকিয়ে রয়েছে ক্যাম্পের মধ্যে একটি নির্মীয়মান ভবনে। শ্রীনগরের কর্ণ নগরের ওই ক্যাম্প থেকে জঙ্গিদের বের করে আনতে এখনও চলছে জঙ্গি-সেনা গুলির লড়াই।

সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ কর্ণ নগরের সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় ২ জঙ্গি। রাইফেল হাতে ওই দুই জঙ্গিকে দেখা মাত্রই গুলি চালান সিআরপিএফের ২৩ নম্বর ব্যাটালিয়ানের নিরাপত্তারক্ষীরা। তাড়া খেয়ে ২ জঙ্গি ঢুকে পড়ে ওই নির্মীয়মান ভবনে।

হামলার খবর পেয়েই ভবনটি ঘিরে ধরে সিআরপিএফ জওয়ানরা। শুরু হয়ে ‌যায় গুলির লড়াই। গুলিতে শহিদ হন মুজাহিদ খান নামে এক সিআরপিএফ জওয়ান।

অারও পড়ুন-ফসল বাঁচাতে পাঠ করুন হনুমান চালিশা, কৃষকদের পরামর্শ বিজেপি নেতার

জম্মুর সুঞ্জান সেনা ছাউনিতে হামলার পরদিনই শ্রীনগরে সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। সিআরপিএফের আইজি রাজদীপ শাহি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘জঙ্গিরা সিআরপিএফ সদর কা‌র্যালয়ে ঢোকার চেষ্টা করেছিল। এখন তারা একটি ভবনে আশ্রয় নিয়েছে। জঙ্গিদের সঙ্গে টানা গুলির লড়াই চলছে।’

.