উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলের বিরুদ্ধেই FIR করল GRP
উত্তরপ্রদেশের রামপুরে রাজ্যরানি এক্সপ্রেস দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে এবার গোল বাধল রেল ও রেল পুলিসের মধ্যে। ইতিমধ্যেই নাম না করে রেলের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলে FIR দায়ের করেছে GRP। শুরু হয়েছে তদন্ত।
![উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলের বিরুদ্ধেই FIR করল GRP উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলের বিরুদ্ধেই FIR করল GRP](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/16/83360-dfkdfkdkkdkfdkfkdfd.jpg)
ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের রামপুরে রাজ্যরানি এক্সপ্রেস দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে এবার গোল বাধল রেল ও রেল পুলিসের মধ্যে। ইতিমধ্যেই নাম না করে রেলের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলে FIR দায়ের করেছে GRP। শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন- উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় আহত ২, ক্ষতিপূরণের ঘোষণা যোগী আদিত্যনাথের
গতকাল সকালে মিরাট-লখনউ রাজ্যরানি এক্সপ্রেসের ৮টি কামরা লাইনচূত হয়। উত্তরপ্রদেশের মুন্ডাপান্ডে ও রামপুর স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হন দুই যাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরই রেলমন্ত্রী সুরেশ প্রভূ একটি নিরপেক্ষ তদন্ত শুরু করার নির্দেশ দেন। বলেন, ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিজেও পুরো ঘটনাটি নিয়ে খোঁজখবর শুরু করেছেন।