কাশ্মীরের পৃথক পতাকা কেন, সাফাই দিলেন জম্মু ও কাশ্মীরের শিক্ষামন্ত্রী
সেনাপ্রধানের মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী
ওয়েব ডেস্ক: সেনাপ্রধান বিপিন রাওয়াতকে একহাত নিলেন জম্মু ও কাশ্মীরের শিক্ষামন্ত্রী আলতাফ বুখারি। সেনাপ্রধানকে তাঁর পরামর্শ, আপনি কোনও শিক্ষাবিদ নন। শিক্ষা সম্পর্কে আপনার মন্তব্য মানি না। রাজ্যে শিক্ষাব্যবস্থা কীভাবে চালাতে হয় তা আমরা জানি।
There are two flags in the state, we have J&K constitution and India's constitution also. Every school has a state map as it is needed to teach about the state: J&K Education Minister on COAS statement that there are 2 maps in schools in J&K pic.twitter.com/zaaPpJ5Uis
— ANI (@ANI) January 13, 2018
কেন এই মন্তব্য জম্মু ও কাশ্মীরের শিক্ষামন্ত্রীর? শুক্রবার এক অনুষ্ঠানে সেনা প্রধান মন্তব্য করেন, কাশ্মীরে স্কুল পড়ুয়াদের দুটো ম্যাপ দেখানো হয়। একটি কাশ্মীরের এবং অন্যটি ভারতের। রাজ্যে বিচ্ছিন্নতাবাদ জন্ম নেওয়ার পেছনে এটিও একটি কারণ। এদের দুটি পৃথক পরিচিতি তৈরি হচ্ছে পড়ুয়াদের মধ্যে।
আরও পড়ুন-টাকা চাইলে জেলে পোরার হুঁশিয়ারি অনুব্রতর
এনিয়ে বলতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী আলতাফ বুখারি বলেন, শিক্ষাবিদ নন এমন কারও কাছ থেকে শিক্ষা সংক্রান্ত পরামর্শ নেওয়া হয় না। রাজ্যে দুটি পতাকা রয়েছে। দুটি ম্যাপও রয়েছে। আমাদের রাজ্যের পৃথক সংবিধান রয়েছে। ওই সংবিধানের বলে আমাদের রাজ্যের বিশেষ কিছু সুযোগসুবিধা রয়েছে। দেশের প্রত্যেকটি রাজ্যেই তাদের নিজস্ব ম্যাপ রয়েছে। সেনাবাহিনী যদি তাদের কাছ ঠিকঠাক করতো তাহলে রাজ্যে সন্ত্রাসবাদ মাথচাড়া দিত না।