গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে মাওবাদী যোগের ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর
![গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে মাওবাদী যোগের ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে মাওবাদী যোগের ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/08/93083-ravishankarprasad.jpg)
ওয়েব ডেস্ক: গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। পাশাপাশি এই ঘটনার রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনাও করেছেন।
সাংবাদিক বৈঠকে রবিশঙ্কর প্রসাদ বলেন,"আমরা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছি, গৌরী লঙ্কেশ কি সরকারের অনুমতি নিয়েই নকশালদের আত্মসমর্পণ করাচ্ছিলেন। এমনটা হলে, কেন তিনি নিরাপত্তা পেলেন না।"কন্নড় সাংবাদিকের মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয় বলেও মনে করেন রবিশঙ্কর। তাঁর কথায়,"গৌরী লঙ্কেশের মৃত্যুর পর সব ধরনের প্রতিহিংসামূলক মন্তব্যের নিন্দা করছি।"
গৌরী লঙ্কেশের মৃত্যুর পর আরএসএস-বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গ টেনে রবিশঙ্কর বলেন, তদন্ত শুরু হওয়ার আগেই আরএসএস-কে কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধী। এরপরে কি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কাছ থেকে স্বচ্ছ তদন্ত আশা করা যায়? মুখ্যমন্ত্রীও কি ওই মন্তব্য সমর্থন করেন?
আরও পড়ুন, গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে নকশাল-যোগ খতিয়ে দেখা হোক, দাবি ভাইয়ের