মুম্বইয়ের বহুতলে আগুন, থমকে গেল বাণিজ্যনগরী
কালো ধোয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। তত্পরতার সঙ্গে কাজ করেছেন দমকল কর্মীরা। আগুন লাগা বহুতল থেকে খুব কাছেই ইস্ট আন্ধেরি স্টেশন।
Updated By: Mar 25, 2015, 01:49 PM IST
ওয়েব ডেস্ক: ফের বাণিজ্যনগরীতে আগুন। মুম্বইয়ের পূর্ব আন্ধেরির বহুতলে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। আজ সকালে আচমকাই আগুন লাগে বহুতলটিতে। ঘটনাস্থলে পৌছেছে দমকলের আটটি ইঞ্জিন। বহুতলটিতে একটি জাতীয় সংবাদমাধ্যমের দফতর সহ একাধিক অফিস রয়েছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কালো ধোয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। তত্পরতার সঙ্গে কাজ করেছেন দমকল কর্মীরা। আগুন লাগা বহুতল থেকে খুব কাছেই ইস্ট আন্ধেরি স্টেশন।
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না থাকলেও আশঙ্কা করা হচ্ছে আগুন লাগা বহুতলে বেশ কয়েকজন আটকে রয়েছেন। ঘটনাস্থলে ইঞ্জিনের পাশাপাশি রয়েছে অ্যাম্বুলেন্সও। বিশাল সংখ্যায় পুলিস বাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় তীব্র যানজটও তৈরি হয়েছে।