নিউ ইয়ার ইভে বেঙ্গালুরুতে প্রকাশ্য রাস্তায় তরুণীদের শ্লীলতাহানি
Updated By: Jan 2, 2017, 08:50 PM IST
ওয়েব ডেস্ক: নিউ ইয়ার ইভে প্রকাশ্য রাস্তার তরুণীদের শ্লীলতাহানি। দর্শক পুলিস। লজ্জাজনক এঘটনা বেঙ্গালুরুর। শনিবার রাতে MG রোডে নতুন বছরকে স্বাগত জানাতে হাজির ছিলেন অসংখ্য তরুণ-তরণী। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল দেড় হাজার পুলিসও। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি। পুলিসের সামনেই রীতিমতো তাণ্ডব চালায় মদ্যপরা। তরুণীদের শ্লীলতাহানি করা হয়।
অন্যদিকে, বস্তাবন্দি খুলি উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সল্টলেকের নয়াপট্টি এলাকায়। খেলতে খেলতে একটি বস্তার মধ্যে মাথার খুলি দেখতে পায় স্থানীয় কয়েকজন শিশু। পরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিস এসে খুলিটি নিয়ে যায়। খোঁজ করা হচ্ছে অন্য দেহাংশেরও। পুলিস জানিয়েছে মাথার খুলিটির ফরেন্সিক পরীক্ষা করা হবে। মনে করা হচ্ছে কাউকে খুন করে মাথটি বস্তায় ঢুকিয়ে নয়াপট্টিতে ফেলে গেছে দুষ্কৃতীরা।